ব্রাহ্মণপাড়ায় ফার্মেসীতে মেয়াদোত্তীর্ণ ঔষধ, পাঁচ প্রতিষ্ঠানকে জরিমানা
প্রতিনিধি।
কুমিল্লায় ফার্মেসীতে অনুমোদনহীন ব্রান্ডের মেয়াদোত্তীর্ণ ঔষধ, সংরক্ষণে যন্ত্রাংশ ব্যবহার না করা ও লাইসেন্স বিহীন ফার্মেসীতে ঔষধ বিক্রির অভিযোগ পাওয়া গেছে৷ সোমবার (১১ সেপ্টেম্বর) এসব অভিযোগের ভিত্তিতে ব্রাহ্মণপাড়া উপজেলার সদর এলাকায় অভিযান পরিচালনা করে ভ্রাম্যমাণ আদালত। এসময় পাঁচটি প্রতিষ্ঠানকে নানা অভিযোগে জরিমানা করা হয়।
বিষয়টি নিশ্চিত করেছেন ব্রাহ্মণপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা সোহেল রানা।
অভিযানে ব্রাহ্মণপাড়া বাজারে ইসলামিয়া মেডিক্যালকে ফার্মাসিস্ট না থাকায় আট হাজার টাকা, নিউ চিশতিয়া মেডিক্যালকে রেফ্রিজারেটরে তাপমাত্রা নিয়ন্ত্রণ না থাকায় ও ফার্মাসিস্ট না থাকায় আট হাজার টাকা, মা-মনি মেডিক্যালকে ফার্মাসিস্ট না থাকায় আট হাজার টাকা, নিউ লিজা মেডিক্যালকে লাইসেন্স না থাকায় দশ হাজার টাকা, চিশতিয়া ভেটেনিরারি ট্রেডার্সকে ফার্মাসিস্ট না থাকায় এবং ঔষধ সংরক্ষণ ব্যবস্থা সন্তোষজনক না থাকায় ছয় হাজার টাকা অর্থদন্ডে দন্ডিত করা করা হয়।
ব্রাহ্মণপাড়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ কাউছার হামিদ এর নেতৃত্বে অভিযানে ঔষধ প্রশাসন অধিদপ্তর এর কুমিল্লা জেলার সহকারী পরিচালক সালমা সিদ্দিকা, ব্রাহ্মণপাড়া থানা পুলিশের সদস্যরা উপস্থিত ছিলেন।
ব্রাহ্মণপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা সোহেল রানা জানান, ‘ঔষধ বিক্রি ও যথাযথ সংরক্ষণ একটি স্পর্শকাতর বিষয়। স্বাস্থ্য নিরাপত্তায় আমাদের অভিযান অব্যাহত থাকবে’।