ব্রাহ্মণবাড়িয়ায় ইন্টার্ন নার্সদের কর্মবিরতি-মানববন্ধন

জেলা রিপোর্টার, ব্রাহ্মণবাড়িয়া।।
ডিপ্লোমা ইন্টার্ন নার্স ও মিডওয়াইফদের ইন্টার্ন ভাতা প্রদানের দাবিতে ব্রাহ্মণবাড়িয়ায় মানববন্ধন, প্রতিবাদ সমাবেশ ও কর্মবিরতি করেছে ডিপ্লোমা ইন্টার্ন নার্সবৃন্দ। রোববার (০১ অক্টোবর) সকালে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে ব্রাহ্মণবাড়িয়া প্রেস ক্লাবের সামনে পালিত কর্মসূচিতে ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে কর্মরত ডিপ্লোমা ইন্টার্ন নার্স এবং মিডওয়াইফদের সাথে নার্সিং ইনস্টিটিউটের শিক্ষার্থীরাও একাত্মতা প্রকাশ করেন।
মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশে সংগঠনের সহ-সভাপতি রবিন সরকারের সভাপতিত্বে বক্তব্য রাখেন সংগঠনের সাধারণ সম্পাদক তানজিলা আক্তার, যুগ্ম সাধারণ সম্পাদক সাহিদুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক সামিয়া আক্তার প্রমূখ। এ সময় বক্তারা বলেন, জনসাধারণের স্বাস্থ্যসেবা নিশ্চিতে ডিপ্লোমা ইন্টার্ন নার্সরা দিনরাত সমানতালে ভূমিকা রাখলেও তারা অবহেলিত এবং বঞ্চিত। নিয়ম অনুযায়ী ইন্টার্ন ভাতা প্রদানের কথা উল্লেখ থাকলেও ইন্টার্ন চলাকালীন কোনো ভাতা দেয়া হচ্ছে না। এ বিষয়ে সংশ্লিষ্টদের জানালোও মিলছে না কোনো সমাধান। ইন্টার্ন বিষয়ে কোনো সুরাহা না হওয়া পর্যন্ত এই কর্মবিরতি অব্যাতহ থাকবে। মানববন্ধন শেষে তারা হাসপাতালের তত্ত্বাবধায়কের কাছে একটি স্মারকলিপি প্রদান করেন।