ব্রাহ্মণবাড়িয়ায় বৃষ্টির জন্য নামাজ
এইচ.এম. সিরাজ, ব্রাহ্মণবাড়িয়া
গরমে প্রাণ ওষ্ঠাগত। একেতো কাঠফাটা রোদ্দুর, তারউপর তীব্রতর তাপদাহ। তাপমাত্রা নিত্য দিনই ৩৭ ডিগ্রির ঘরে, মধ্যপ্রাচ্যের সমান। জনজীবনে চলছে হাঁসফাঁস। ব্রাহ্মণবাড়িয়ায় এহেন অবস্থা সপ্তাহ ছাড়ালো, নেই কোনোই পরিবর্তন। অসহনীয় আর দুর্বিসহ এই অবস্থা থেকে পরিত্রাণ, বৃষ্টি-স্বস্থিদায়ক কোমল আবহাওয়ার জন্য ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে ইসতিসকার নামাজ আদায় করা হয়েছে।
শনিবার (২৭ এপ্রিল) সকালে ঢাকা-সিলেট মহাসড়ক সংলগ্ন উপজেলার কুট্টাপাড়া আনসারীয়া ঈদগাহ্ কমিটির আয়োজনে স্থানীয় শেখ রাসেল মিনি স্টেডিয়াম মাঠে এই নামাজ এবং দোয়ার আয়োজন করা হয়। এতে বিভিন্ন মাদ্রাসার শিক্ষার্থী, মসজিদের মুসল্লী এবং উপজেলার বিভিন্ন গ্রামের হাজারো ধর্মপ্রাণ মুসলমান শামিল হয়ে চলমান প্রাকৃতিক বিপর্যয় থেকে মুক্তির ফরিয়াদ জানান।
নামাজে ইমামতি করেন সরাইল বিকেল বাজার শাহী জামে মসজিদের খতিব মাওলানা খালেদ সাইফুল্লাহ্ আল হুদা। হাজারো মানুষের উপস্থিতিতে খোলা মাঠে মহান আল্লাহ্ তা’আলার সন্তুষ্টি কামনা করে দুই রাকাত নামাজ আদায় করা হয়। নামাজ শেষে খুতবা পাঠ এবং সবশেষে চলমান তাপদাহসহ বিভিন্ন প্রাকৃতিক বিপর্যয় থেকে মুক্তি পেতে চোখের জলে ভাসিয়ে আল্লাহ্’র কাছে পানাহ্ চেয়ে ফরিয়াদ জানানো হয়।