ব্রাহ্মণবাড়িয়ায় ঘুড়ি ওড়ানোকালে বিদ্যুৎস্পর্শে শিশুর মৃত্যু

inside post
এইচ.এম. সিরাজ,ব্রাহ্মণবাড়িয়া
মাত্র সাত বছরের শিশু মাইনুদ্দিন। সমবয়েসী বন্ধুদের সাথে বাড়ির ছাদের ওপর থেকে ঘুড়ি ওড়াচ্ছিলো। আচমকা গাছে লেগে যাওয়া ঘুড়ি নামাতে গিয়ে বেখেয়ালে বিদ্যুৎস্পর্শিত হয়ে ঘটলো মর্মান্তিক মৃত্যু। ঘটনাটি ব্রাহ্মণবাড়িয়া জেলা শহরের।
শুক্রবার (১৬ এপ্রিল) সকাল ১১টার দিকে ব্রাহ্মণবাড়িয়া জেলা শহরের ফুলবাড়িয়া এলাকায় মর্মান্তিক এই দুর্ঘটনায় নিহত শিশু মাইনুদ্দিন (৭) পৌরসভার ৩নং ওয়ার্ডের ফুলবাড়িয়া মহল্লার আলামীন মিয়ার পুত্র।
নিহতের পরিবার, ঘটনার প্রত্যক্ষদর্শী স্থানীয় এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা যায়, শুক্রবার সকালে সমবয়েসী বন্ধুদের নিয়ে প্রতিবেশীর ছাদে ঘুড়ি ওড়াতে যায় শিশু মাইনুদ্দিন। ঘুড়ি ওড়ানোর একটা পর্যায়ে মাইনুদ্দিনের ঘুড়িটি গাছের সঙ্গে আটকে যায়। পরে গাছ থেকে ঘুড়িটি নামাতে গেলে বেখেয়ালে পাশ দিয়ে যাওয়া বিদ্যুতের লাইনের তারের সঙ্গে স্পর্শিত হন মাইনুদ্দিন। পরিবারের লোকেরা আহত অবস্থায় মাইনুদ্দিনকে উদ্ধার করে আড়াইশ’ শয্যাবিশিষ্ট ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক নাজমুল হক জানান, হাসপাতালে নিয়ে আসার আগেই শিশু মাইনুদ্দিন মারা যায়, বিদ্যুৎস্পর্শে তার হাত-পা পুড়ে গিয়েছিল। কার্ডিয়াক অ্যারেস্ট হবার কারণে শিশুটি মৃত্যু হয়েছে।’
ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার পরিদর্শক (ওসি) মো. আবদুর রহিম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ‘হাসপাতালে সূত্রে জানতে পেরে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। তবে পরিবার থেকে এখনো কোন অভিযোগ পায়নি।’
আরো পড়ুন