ব্রাহ্মণবাড়িয়ায় নিরবিচ্ছিন্ন সেচ সুবিধার দাবীতে কৃষকরা রাজপথে

এইচ.এম. সিরাজ, ব্রাহ্মণবাড়িয়া 
চলমান আশুগঞ্জ নদীবন্দর-সরাইল-আখাউড়া সড়কের ফোর লেন কাজের জন্য প্রকল্পের সেচ কার্যক্রম হচ্ছে ব্যাহত। ভরা মৌসুমেও পানির অভাবে জমি শুকিয়ে চৌচির, ফসল পুড়ে ছাড়খার। নিরুপায় কৃষকরা রাজপথে আন্দোলনে নেমেছেন। নিরবিচ্ছিন্ন সেচ সুবিধা নিশ্চিত, সেচ প্রকল্পের ক্যানেল ও ফোর লেন সড়ক এক সঙ্গে নির্মাণের দাবীতে ব্রাহ্মণবাড়িয়া কৃষক সমিতির উদ্যোগে অনুষ্ঠিত হয়েছে মানববন্ধন-বিক্ষোভ মিছিল।
বৃহষ্পতিবার (১৮ মার্চ) দুপুরে ঢাকা-সিলেট মহাসড়কের খাঁটিহাতা বিশ্বরোড মোড়ে ব্রাহ্মণবাড়িয়া কৃষক সমিতি আহুত মানববন্ধনে ক্ষতিগ্রস্থ  কৃষকসহ বিপুল সংখ্যক নারী পুরুষ অংশগ্রহণ করেন। অনতিবিলম্বে তাদের ন্যায্য দাবী বাস্তবায়িত না হলে রাজপথ অবরোধ করে বাংলাদেশ স্তব্ধ করে দেয়ার হুশিয়ারি দেয়া হয়।পরে একটি বিক্ষোভ মিছিল ঢাকা-সিলেট মহাসড়কের খাঁটিহাতা বিশ্বরোডে প্রদক্ষিণ করে।
আশুগঞ্জ সেচ প্রকল্পের সেচ ক্যানেল ও ফোর লেন সড়ক একই সাথে নির্মাণ করার দাবীতে ব্রাহ্মণবাড়িয়া কৃষক সমিতির সভাপতি শাহরিয়ার মো. ফিরোজের সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন, কেন্দ্রীয় কমিটির সদস্য সাজিদুল ইসলাম, অ্যাডভোকেট জামাল আহমেদ, নারী নেত্রী আসমা খানম প্রমুখ। বক্তারা বলেন, চলমান আশুগঞ্জ নদীবন্দর-সরাইল-আখাউড়া সড়কের ফোর লেনের নির্মাণ কাজের জন্য প্রকল্পের সেচ কার্যক্রম ব্যাহত হচ্ছে। ভরা মৌসুমেও অনেক এলাকার কৃষক এখনো সেচের পানি না পেয়ে জমি রোপন করতে পারেনি। পানির জন্য অনেক এলাকার জমি শুকিয়ে যাচ্ছে। জমির ফসলগুলো পুড়ে হয়ে যাচ্ছে ছাড়খার। তাই কৃষকরা নিরুপায় হয়ে বাড়ি থেকে রাস্তায় নেমে আন্দোলন করছে। বক্তারা নিরবিচ্ছিন্ন সেচ সুবিধা নিশ্চিত করতে আশুগঞ্জ পলাশ এ্যাগ্রো ইরিগেশন প্রকল্পের ক্যানেল ও ফোর লেন সড়ক একসঙ্গে নির্মাণের দাবী জানান। অন্যথায় রাজপথ অবরোধ করে বাংলাদেশ স্তব্ধ করে দেয়ার হুশিয়ারি দেন বক্তারা। মানববন্ধনে ক্ষতিগ্রস্থ কৃষকসহ বিপুল সংখ্যক নারী পুরুষ অংশগ্রহণ করেন। পরে একটি বিক্ষোভ মিছিল ঢাকা-সিলেট মহাসড়কে ব্রাহ্মণবাড়িয়ার খাঁটিহাতা বিশ্বরোড মোড় প্রদক্ষিণ করে।