ব্রাহ্মণবাড়িয়ায় বিএনপির বিক্ষোভ

এইচ.এম. সিরাজ, ব্রাহ্মণবাড়িয়া
বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসসহ দলীয় নেতাকর্মীদের গ্রেপ্তারের প্রতিবাদে বিক্ষোভ করেছে ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপি। 
শুক্রবার (০৯ ডিসেম্বর) সকালে জেলা শহরের পাওয়ার হাউজ রোড থেকে জেলা বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের অংশগ্রহণে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে কালিবাড়ি মোড়ে এক প্রতিবাদ সভা করে। জেলা বিএনপির সাবেক সভাপতি হাফিজুর রহমান মোল্লা কচির সভাপতিত্বে বক্তব্য রাখেন জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক সিরাজুল ইসলাম সিরাজ, জেলা যুবদলের সভাপতি শামীম মোল্লা, সাধারণ সম্পাদক ইয়াছিন মাহমুদ, জেলা ছাত্র দলের সভাপতি ফোজায়েল চৌধুরী প্রমূখ। এ সময় বক্তারা বলেন, হামলা, মামলা ও গ্রেপ্তার করে ঢাকার সমাবেশ বন্ধ করা যাবেনা। আগামী ১০ ডিসেম্বর পল্টনের সমাবেশ থেকেই সরকারের পতন ঘটানো হবে। বর্তমান সরকার অগণতান্ত্রিকভাবে প্রশাসনের উপর ভর করে ১৮ কোটি মানুষের উপর দায়ভার চাপিয়ে ক্ষমতায় বসে আছে। যতোক্ষণ পর্যন্ত গণতন্ত্র পুণরুদ্ধার করা না হবে, বেগম খালেদা জিয়াকে মুক্ত করা না হবে ততোক্ষণ পর্যন্ত আমাদের আন্দোলন চলবে।