কুমিল্লা- নোয়াখালী আঞ্চলিক মহাসড়ক বন্ধ রেখে আওয়ামী লীগের সম্মেলন

প্রতিনিধি।
কুমিল্লা- নোয়াখালী আঞ্চলিক মহাসড়ক বন্ধ রেখে তার ওপর প্যান্ডেল করে সম্মেলন করেছে কুমিল্লা দক্ষিণ জেলা আওয়ামী লীগ। বৃহস্পতিবার কুমিল্লার দক্ষিণ জেলা আওয়ামী লীগের সম্মেলস্থল লালমাই উপজেলার বাগমারা এলাকায় গিয়ে দেখা যায় এমন দৃশ্য।
জানা গেছে, কুমিল্লা -নোয়াখালী আঞ্চলিক মহাসড়ক দিয়ে চলাচল করা বাস গুলি লালমাই তেকে চাঁদপুর সড়ক হয়ে লাকসাম উপজেলার মুদাফরগঞ্জ বাজার দিয়ে নোয়াখালী প্রবেশ করছে। এদিকে মহাসড়ক বন্ধ থাকবে এমন পূর্ব ঘোষণা না থাকায় অনেক পরিবহন চালক ভোগান্তিতে পড়েন। তারা সমাবেশস্থলের নিকট এসে পুনরায় কয়েক কিলোমিটার পেছনে যেতে হয়।
এ বিষয়ে কুমিল্লার লাকসাম হাইওয়ে ফাঁড়ির ইনচার্জ ইমন চৌধুরী বলেন, আমরা মুদাফরগঞ্জের সড়ক ক্লিয়ার রেখেছি। এখনও মাঠে আছি। শুনেছি মানুষ বেশি হওয়াতে কিছু মানুষ রাস্তাতেই অবস্থান নিয়েছে।
সম্মেলনে ভার্চুয়ালি উদ্বোধনী বক্তব্য রাখেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের, প্রধান অতিথি ছিলেন শেখ ফজলুল করিম সেলিম এমপি, প্রধান বক্তার বক্তব্য রাখেন আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক মাহবুবুল আলম হানিফ এমপি। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আওয়ামী লীগের কুমিল্লা দক্ষিণ জেলার সভাপতি ও অর্থমন্ত্রী আহম মোস্তফা কামাল ও সমাবেশ পরিচালনায় আছেন সাবেক রেলপথ মন্ত্রী ও দক্ষিণ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মুজিবুল হক এমপি।