ব্রাহ্মণবাড়িয়ায় মাইক্রো-পিকআপের সংঘর্ষে দুইজন নিহত

এইচ.এম. সিরাজ, ব্রাহ্মণবাড়িয়া
ঢাকা-সিলেট মহাসড়কে মালবাহী পিকআপ ভ্যান ও যাত্রীবাহী মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহতসহ আহত হয়েছে অপর পাঁচজন।নিহত দুইজন পিকআপের চালক এবং হেলপার। অপরদিকে আহত পাঁচজনই মাইক্রোবাসের যাত্রী। শুক্রবার (২১ মে) সকালে ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলা এলাকায় ঘটে ভয়াবহ এই দুর্ঘটনা।
ঘটনার প্রত্যক্ষদর্শী স্থানীয় এলাকাবাসী এবং পুলিশ সূত্রে জানা যায়, শুক্রবার সকালে ঢাকা-সিলেট মহাসড়কে মালবাহী একটি পিকআপ ভ্যান (নং ঢাকা মেট্রো-১৫-১২০৯) সিলেট থেকে ঢাকার দিকে যাচ্ছিলো। অপরদিকে সিলেটগামী যাত্রীবাহী একটি মাইক্রোবাস (নং ঢাকা মেট্রো-চ-৫১-১৫২৯) নিয়ন্ত্রণ হারালে সকাল সাড়ে ৯ টার দিকে জেলার বিজয়নগর উপজেলার বুধন্তী ইউনিয়নের আলীনগর এলাকায় পিকআপটির সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই পিকআপ ভ্যানের চালক (অজ্ঞাতনামা) ও হেলপার রণি খন্দকার (১৬) নিহত হন। এ ঘটনায় আহত হন মাইক্রোবাসের পাঁচ যাত্রী। নিহত হেলপার রণি খন্দকার হবিগঞ্জ জেলার শায়েস্তাগঞ্জ উপজেলার লাটিয়া গ্রামের রিপন খন্দকারের পুত্র। তবে নিহত পিকআপ ভ্যানের চালকের নাম-পরিচয় জানা যায়নি। ঘটনার খবর পেয়ে থানা পুলিশ এবং হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে স্থানীয় এলাকাবাসীর সহায়তায় হতাহতদেরকে উদ্ধার করেন।আহত পাঁচজনকে আশঙ্কাজনক অবস্থায় পার্শ্ববর্তী হবিগঞ্জ জেলার মাধবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়। তবে, তাৎক্ষণিকভাবে তাদের নাম-পরিচয় জানা যায়নি।
খাঁটিহাতা হাইওয়ে থানার পরিদর্শক (ওসি) মো. শাহাজালাল আলম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ‘নিহত দুইজনের মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। পিকআপ ভ্যান ও মাইক্রোবাসটি উদ্ধারের কাজ চলছে।