সম্মাননা পেয়েছেন কুমিল্লা কৃষির ১০জন মাঠকর্মী

প্রতিনিধি।।
কর্ম দক্ষতার মূল্যায়নে সম্মাননা পেয়েছেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর কুমিল্লার ১০জন মাঠ কর্মী উপসহকারী কৃষি কর্মকর্তা। বৃহস্পতিবার বিকালে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর কুমিল্লার মিলনায়তনে জেলায় প্রথমবারের মতো এই সম্মাননা দেয়া হয়। সম্মাননা পেয়েছেন উপসহকারী কৃষি কর্মকর্তা রফিকুল ইসলাম,সাহিদা খাতুন,মো. ফারুক আহাম্মদ ভুঁঞা,মোসাম্মদ আমেনা খাতুন,মোহাম্মদ ওমর ফারুক,মোসা.সুলতানা ইয়াসমিন,নাঈমা হক আঁখি,মোসাম্মদ ফারহানা আক্তার,মরিয়মের নেছা ও মো. কামরুল হাসান। এতে প্রধান অতিথি ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর কুমিল্লার উপ-পরিচালক আইউব মাহমুদ। সভাপতিত্ব করেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর কুমিল্লার অতিরিক্ত উপপরিচালক (উদ্ভিদ সংরক্ষণ) শেখ আজিজুর রহমান। বিশেষ অতিথি ছিলেন জেলা বীজ প্রত্যয়ন অফিসার মো. এহতেসাম রাসুলে হায়দার, অতিরিক্ত উপপরিচালক ( উদ্যান) মো. আনোয়ারুল ইসলাম জুয়েল, অতিরিক্ত উপপরিচালক (শস্য) আল মামুন রাসেল ও কৃষি প্রকৌশলী বদরুজ্জামান মুসলিমী।


বক্তব্য রাখেন বুড়িচং উপজেলা কৃষি অফিসার আফরিণা আক্তার, দেবিদ্বার উপজেলা কৃষি অফিসার বানিন রায় ও চান্দিনা উপজেলা কৃষি অফিসার মোরশেদ আলম প্রমুখ।
উপসহকারী কৃষি কর্মকর্তা রফিকুল ইসলাম,সাহিদা খাতুন ও মো. ফারুক আহাম্মদ ভুঁঞা বলেন, সম্মাননা পেয়ে আমরা আনন্দিত। এই মূল্যায়ন আমাদের কাজের গতিকে আরো বাড়িয়ে দিবে।

কৃষি সম্প্রসারণ অধিদপ্তর কুমিল্লার উপ-পরিচালক আইউব মাহমুদ বলেন,কৃষি বিভাগের প্রতিটি কর্মী গুরুত্বপূর্ণ। কৃষির বার্তা মাঠ পর্যায়ে কৃষকের নিকট পৌঁছে দেন উপসহকারী কৃষি কর্মকর্তারা। তাদের উদ্বুদ্ধকরণে কৃষক উদ্যোমী হচ্ছেন। তাই মাঠের কর্মকর্তাদের মূল্যায়নের জন্য এই আয়োজন করা হয়। সেনিরিখে জেলার ১৭ উপজেলা থেকে ৩জন করে ৫১জন কর্মকর্তার আবেদন নেয়া হয়। কাজের মূল্যায়ন শেষে ১০জনকে সম্মাননা দেয়া হয়।