‘হাসি মুখে রোগীকে সেবা দিতে হবে’

inside post
রোগীর সেবাতেই নিহিত রয়েছে জীবনের সত্যিকারের সুখ। জীবনে সুখ পাওয়ার জন্য আমরা সমগ্র জীবন সংগ্রাম করে চলছি। কিন্তু সত্যিকারের সুখ খুঁজে পাওয়া কঠিন। তবে চিকিৎসা পেশার সাথে সংশ্লিষ্ট চিকিৎসক, নার্স, কর্মকর্তা,কর্মচারী,ক্লিনার সকলেই রোগীকে সেবা প্রদানের মাধ্যমে সহজেই সে সুখ খুঁজে পেতে পারেন। কুমিল্লা নাভানা হসপিটাল (প্রাঃ) লিঃ এর পরিচালনা পর্ষদের উদ্যোগে স্টাফদের সাথে মতবিনিময় সভায় প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালক মোঃ আবদুল আউয়াল সরকার এসব কথা বলেন।
শুক্রবার (১২ সেপ্টেম্বর) কুমিল্লা নগরীর ঝাউতলায় জামান’স ওয়ালিদাহ প্যালেসে” কুমিল্লা নাভানা হসপিটাল (প্রাঃ) লিঃ” এর ২য় তলায় এ সভা অনুষ্ঠিত হয়। এসময় উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানের সাবেক ব্যবস্থাপনা পরিচালক মোঃ জসিম উদ্দিন শিমুল,হিসাব রক্ষণ কর্মকর্তা মোঃ সাইফুল ইসলাম, ম্যানেজার মোঃ মাসুদ আলম,মেডিকেল টেকনোলজিস্ট(ল্যাব) মোঃ ওমর ফারুকসহ প্রতিষ্ঠানের কর্মকর্তা কর্মচারীরা।
এসময় বক্তারা বলেন, দেশ ও জাতির প্রতি একটা সেবার মনোভাব নিয়ে নিজের দায়িত্ব-কর্তব্য পালন করতে হবে। মানুষের জন্য কাজ করতে হবে। তাই চিকিৎসা পেশার সাথে যারাই জড়িত তাদের বুকের ভেতর যত কষ্টই থাক, হাসি মুখে রোগীকে সেবা দিতে হবে।মানসম্মত স্বাস্থ্যসেবা মানুষের মৌলিক অধিকার।
একটা হাসপাতালে ভালো চিকিৎসা সেবা হাসপাতাল পরিচালক,নার্স,ওয়ার্ডবয় ও পরিচ্ছন্নতাকর্মীসহ সবার উপরই নির্ভর করে। সবার সমন্বিত প্রয়াসেই চিকিৎসা সেবার সুনাম বৃদ্ধি করে।-প্রেস বিজ্ঞপ্তি।
আরো পড়ুন