ব্রাহ্মণবাড়িয়ায় ১৮ মামলায় ২০ হাজার আসামী-গ্রেপ্তার ২১
এইচ.এম. সিরাজ, ব্রাহ্মণবাড়িয়া
ব্রাহ্মণবাড়িয়ায় সৃষ্ট তাণ্ডবের ঘটনায় এ পর্যন্ত দায়ের হয়েছে ১৮ মামলা। এসব মামলায় আসামী করা হয়েছে অন্তত ২০ হাজার জনকে। এর মধ্যে এজাহারভুক্ত আসামী ১০৭ জন হলেও জানা যায়নি তাদের নাম-পরিচয়। তবে পুলিশ এ পর্যন্ত গ্রেপ্তার করেছে ২১ জনকে।
পুলিশ সূত্রে জানা যায়, হামলা ও সংঘর্ষের ঘটনায় সদর মডেল থানায় ১৫ টি, আশুগঞ্জ থানায় দুইটি এবং সরাইল থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। এসব মামলার আসামীদের মধ্যে সদর থানার পুলিশ ১৮জনকে ও আশুগঞ্জ থানা পুলিশ তিনজনকে গ্রেপ্তার করেছে। এদিকে, হেফাজতে ইসলাম শুক্রবার জেলার সবক’টি মসজিদ থেকে একযোগে মিছিল বের হবার কর্মসূচি দেয়ার শহরের নিরাপত্তা জোরদার করা হয়েছে। বাড়তি এক হাজার পুলিশ বিজিবি র্যাব, এপিবিএন মোতায়েন করা হচ্ছে বলে পুলিশ সুপার মো. আনিসুর রহমান নিশ্চিত করেছেন।