ব্রাহ্মণবাড়িয়ায় ৪০ অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন, ব্যানার-ফেস্টুন অপসারণ

inside post
এইচ.এম. সিরাজ, ব্রাহ্মণবাড়িয়া
ব্রাহ্মণবাড়িয়ায় ৪০টি অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে। এসময় পাইপলাইন অপসারণ-অকেজোকরণ, রাইজার থেকে সংযোগ বিচ্ছিন্ন করা হয়। জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে পরিচালিত ভ্রাম্যমান আদালত এসব অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্নকরণ কার্যক্রম পরিচালনা করেন। তাছাড়া ব্যানার-ফেস্টুন অপসারণ এবং নিয়ম না মানায় মোটরসাইকেল চালককে করা হয়েছে জরিমানা।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, জেলা প্রশাসনের নির্দেশনায় নির্বাহী ম্যাজিষ্ট্রেট সাফফাত আরা সাঈদ সদর উপজেলার নাটাই উত্তর ইউনিয়নের রাজঘর গ্রামে ভ্রাম্যমান আদালতের অভিযান পরিচালনা করেন। এসময় ওই গ্রামে থাকে অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করা হয়। সেই লক্ষ্যে এক হাজার ২০০ ফুট পাইপ লাইন অপসারণ, তিন হাজার ৭০০ ফুট পাইপ অকেজোকরণ এবং ১৫টি রাইজার থেকে সংযোগ বিচ্ছিন্ন করা হয়। অপরদিকে সরকারি নির্দেশনা অনুযায়ী মুখে মাস্ক না পড়ার দায়ে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিষ্ট্রেট প্রশান্ত বৈদ্য সদর উপজেলার সুহিলপুর গরুর বাজারে অভিযান চালিয়ে ৩২ জনকে জরিমানা করেন। একই সময়ে হেলমেট ও কাগজপত্রহীন মোটরসাইকেল চালানোর অভিযোগে ছয়জনকে নয় হাজার টাকা জরিমানা করেন। তাছাড়াও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আব্দুল্লাহ্ আল-বাকী জেলা শহরের জেলা শিল্পকলা একাডেমি, অন্নদা সরকারি উচ্চ বিদ্যালয়, বিরাসার মোড়, পৈরতলা, পুনিয়াউট এলাকায় অভিযান চালিয়ে টানিয়ে রাখা ব্যানার, ফেস্টুন, বিলবোর্ড অপসারণ করা হয়।
আরো পড়ুন