‘ভালো শিক্ষার্থীর সাথে দেশপ্রেমিক নাগরিক হতে হবে’

বরুড়া হরিশপুর কামাল হোসেন কলেজে নবীনবরণ 

বরুড়া একবাড়িয়া হরিশপুর কামাল হোসেন কলেজের একাদশ শ্রেণির শিক্ষার্থীদের নবীন বরণ অনুষ্ঠিত হয়েছে। ৮ অক্টোবর কলেজ অধ্যক্ষ অধ্যাপক কাজী মুজিবুর রহমানের সভাপতিত্বে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে নবাগত শিক্ষার্থীদের অনুষ্ঠানিকভাবে বরণ করে নেয় কলেজ প্রশাসন। অনুষ্ঠানের শুরুতে কলেজের প্রতিষ্ঠাতা কামাল হোসেন পাটোয়ারী শিক্ষার্থীদের উদ্দেশ্যে আমেরিকা থেকে ভার্চুয়ালি স্বাগত বক্তব্য প্রদান করেন। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন কলেজের সভাপতি আলহাজ্ব আব্দুল মমিন পাটোয়ারী।

 

অনুষ্ঠানে বক্তারা শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, তোমরাই আগামী। তোমাদের হাতেই রচিত হবে আমাদের স্বপ্নের সোনার বাংলা। তাই শুধু ভালো শিক্ষার্থী হলেই চলবে না, সবাইকে দেশপ্রেমিক নাগরিক হতে হবে। সকলকে দুর্নীতিমুক্ত সোনার বাংলা গড়তে এগিয়ে আসতে হবে। আমাদের সোনার বাংলাকে এগিয়ে নিতে হলে তোমাদেরকেই এগিয়ে আসতে হবে। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, সাবেক প্রভাষক ও শিক্ষানুরাগী মোঃ সিদ্দিকুর রহমান, অ্যাডভোকেট হুমায়ুন কবির সবুজ, শিক্ষানুরাগী মোঃ রুহুল আমিন পাটোয়ারী, বিশিষ্ট ব্যবসায়ী মোঃ আবু ইউসুফ ও হাফিজ আহমেদ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক স্বপন চন্দ্র ভৌমিক। অভিভাবকদের পক্ষে বক্তব্য রাখেন তাজুল ইসলাম স্বপন। শিক্ষার্থীদের মধ্যে বক্তব্য রাখেন, তামান্না আক্তার সাথী,উম্মে হাবীবা ও খাদিজা আক্তার। পবিত্র কোরআন থেকে তিলাওয়াত, গীতা থেকে পাঠ ও জাতীয় সংগীত পরিবেশনের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা হয়। সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশগ্রহণ করেন ভিক্টোরিয়া কলেজ থিয়েটারের সাবেক সভাপতি রুবেল হোসেন, কলেজের ইংরেজি প্রভাষক নুর মোহাম্মদ টনি, গণিত প্রভাষক ইমাম হাসান, কবিতা আবৃত্তি করে বাংলার প্রভাষক মায়মুনা আক্তার, শিক্ষার্থী মাহমুদা আক্তার সুমি ও জোবাইদা সুলতানা। দলীয় সংগীন পরিবেশন করেন উম্মে হাবিবা ও তার দল ও ইসলামী সংগীত পরিবেশন করেন খাদিজা আক্তারসহ প্রমুখ।-প্রেস বিজ্ঞপ্তি।