ভিক্টোরিয়া কলেজে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ও রোবটিক্সে প্রশিক্ষণ শুরু

‘কুমিল্লার ৯৪ টি স্কুল কলেজে চলছে রোবটিক্সের কাজ’
কলেজ প্রতিনিধি।
যারা পৃথিবীতে লিড করছে সবাই প্রযুক্তির ব্যবহার করে এগিয়ে যাচ্ছে।  সে লক্ষ্যে আমরাও কাজ করছি। ২০৪১ আমাদের টার্গেট। সে লক্ষ্য প্রাগরসমান জেলা কুমিল্লার ৯৪ টি স্কুল কলেজের ফ্যাবল্যাবে প্রশিক্ষণ চলছে।  এর মধ্যেই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ও রোবটিক্সের কাজ দারুণভাবে শিক্ষার্থীদের আকর্ষণ করেছে। 
মঙ্গলবার কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের মিলানয়তনে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ও রোবটিক্স বিষয়ক বেসিক কোর্স এবং আমার কুমিল্লা ভিক্টোরিয়া কলেজ অ্যাপ তৈরির বিষয়ক প্রশিক্ষণ উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি  জেলা প্রশাসক মোহাম্মদ কামরুল হাসান এসব কথা বলেন।
জেলা প্রশাসক বলেন, ভিক্টোরিয়া সরকারি কলেজের শিক্ষার্থীদের জন্য ৫ সেট যন্ত্রপাতি উপহার দেবো। প্রতি সেটে ৫ জন করে শিক্ষার্থী গবেষণা করতে পারবে।
বক্তব্য রাখেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের  রোবটিক্স এন্ড মেকাট্রনিক্স ইঞ্জিনিয়ারিং বিভাগ  রিয়াদ আহমেদ ও  তিহান মাহমুদ হোসাইন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কলেজ অধ্যক্ষ  প্রফেসর ড.আবু জাফর খান। শুভেচ্ছা বক্তব্য রাখেন কলেজ উপাধ্যক্ষ প্রফেসর মৃণাল কান্তি গোস্বামী, শিক্ষক পরিষদের সম্পাদক মোহাম্মদ মঈন উদ্দীন,  অনুষ্ঠানের আহবায়ক ড.মোঃ রাজু আহম্মদ, প্রশিক্ষণ সমন্বয়ক মোহাম্মদ শাহজাহান।
অনুষ্ঠান সঞ্চালনা করেন কলেজের বাংলা বিভাগের সহকারী অধ্যাপক শামিমা আক্তার।