মক ভোটিং-এ সাড়া নেই কুমিল্লার ভোটারদের

আবদুল্লাহ আল মারুফ।।

inside post

পরশু কুমিল্লা সিটি কর্পোরেশন নির্বাচন। এ উপলক্ষে সোমবার মক ভোটিং (নমুনা ভোট) শুরু করেছে নির্বাচন কমিশন। তবে মক ভোটিং এ ভোটারদের তেমন উপস্থিতি দেখা যায়নি। নগরীর সবচেয়ে বড় ভোট কেন্দ্র কুমিল্লা হাই স্কুল কেন্দ্রে ১০ টা ২০ মিনিটে দেখা যায় ভোটার শূন্য কেন্দ্র। এরপর ক্রমান্বয়ে নগরী জিলা স্কুল কেন্দ্র, ভিক্টোরিয়া কলেজ কেন্দ্র, সর্বশেষ ১১ টা ২০ মিনিটে গিয়ে ফয়জুন্নেসা কেন্দ্রে দুজন ভোটার পাওয়া যায়।

১০ নম্বর ওয়ার্ডের নগরীর ফয়জুন্নেসা কেন্দ্রের সহকারী প্রিসাইডিং কর্মকর্তা লুতফর রহমান বলেন, ওই কেন্দ্রের ভোটার ১৯৭৭ জন। সবাই মহিলা ভোটার। অনেকে কাজে ব্যস্ত তাই ভোট দিতে আসছে না। মক ভোটিং তাই ভোটার কম। তবে সব পরিস্থিতি ঠিক থাকলে ভোটের দিন ভোটার আসবে।

ওই কেন্দ্রের ভোটার বকুল রাণি শীল বলেন, আমার মারে নিয়া আইছি। বুড়া মানুষ। ভোট দিতে জানে না। মার আঙ্গুলের ছাপ মিলে নাই। তাই ভোট দিতে পারে নাই। তবে এখানকার স্যারেরা সব বুঝাইয়া দিছে। আইজ আইডি কার্ড আনেনাই তাই ভোট দিতে পারেনাই। স্যারেরা বলছে, ভোটের দিন মায় আইডি কার্ড নিয়া আইলে ভোট দিতে পারবো।

ভোটার গৌরী মজুমদার বলেন, আগে আসলে সিল মারতে হইতো, ব্যালট ভাজ করতে হইতো। এখন আর তা নাই। আবার মারামারিও হইতো। এখন খুব সহজ। আইসা ভোট দিয়ে দিছি এক ৩০ সেকেন্ডে।

নির্বাচন কমিশন কার্যালয় সূত্রে জানা গেছে, এবার কুমিল্লা সিটি কর্পোরেশন নির্বাচনে ২৭ ওয়ার্ডে  ২ লাখ ২৯ হাজার ৯২০ জন ভোটার। মোট কেন্দ্র ১০৫ টি। এবারের নির্বাচনে নৌকার প্রার্থীসহ মোট পাঁচজন মেয়র প্রার্থী অংশগ্রহণ করেন। এর মধ্যে ১০৮ জন সাধারণ কাউন্সিলর প্রার্থী ও ৩৬ জন সংরক্ষিত আসনের প্রার্থী।

আরো পড়ুন