মগবাজারের বিস্ফোরণ মিথেন গ্যাস থেকে : পুলিশ

ভয়াবহ বিস্ফোরণে ধ্বংসস্তূপে পরিণত হওয়া রাজধানীর মগবাজারে মগবাজার প্লাজার নিচ তলায় ভয়াবহ মাত্রার মিথেন গ্যাসের উপস্থিতি পাওয়া গেছে। এ গ্যাসই বিস্ফোরণের কারণ বলে জানিয়েছে পুলিশের তদন্ত কমিটি।

পুলিশের ৭ সদস্যের তদন্ত কমিটি মঙ্গলবার সকাল থেকে ঘটনাস্থলে নানা আলামত সংগ্রহ করে। এ সময় উদ্বেগজনক মাত্রার মিথেন গ্যাসের উপস্থিতি পাওয়া যায় বলে জানান কমিটির প্রধান পুলিশের কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) শীর্ষ কর্মকর্তা মোহাম্মদ আসাদুজ্জামান।

সাংবাদিকদের তিনি বলেন, ‘পরীক্ষা করে ১২ শতাংশ মিথেন গ্যাসের উপস্থিতি পাওয়া গেছে। তবে এই মিথেন গ্যাসের উৎস কী সে বিষয়ে এখনও নিশ্চিত হওয়া যায়নি। শুধু এটুকুই বলা যাচ্ছে মিথেন গ্যাস থেকেই এ বিস্ফোরণের ঘটনা ঘটেছে।’

মগবাজার ওয়্যারলেস এলাকার আড়ংয়ের শোরুম ও রাশমনো হাসপাতালের উল্টো দিকের মূল সড়ক লাগোয়া ভবনটিতে রোববার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে বিস্ফোরণ হয়। এতে মৃত্যু হয় ছয় জনের। বিভিন্ন হাসপাতালে চিকিৎসা চলছে আরো অনেকের।

বিস্ফোরণ ভয়াবহ হলেও কোনো অগ্নিকাণ্ড না ঘটনার কারণও জানালেন আসাদুজ্জামান। বলেন, ‘বিস্ফোরণস্থল একদিক ফাঁকা ছিল, সে কারণে বিস্ফোরণের প্রকটতা একদিকে লক্ষ্য করা গেছে। যদি আবদ্ধ অবস্থায় থাকতো তাহলে, চার পাশ দিয়েই ব্যাপকতা থাকতো।’

কোনো ধরনের ইলেকট্রনিক বিস্ফোরক (আইডি) ডিভাইস দিয়ে এ বিস্ফোরণ ঘটনা হয়ে কিনা, এমন প্রশ্নে পুলিশের তদন্ত কমিটির প্রধান বলেন, ‘কী কারণে এত বড় পরিসরের বিস্ফোরণ ঘটল সে বিষয়ে তদন্ত করা হচ্ছে। আলামত সংগ্রহ করছি। তবে এখানে কোনো আইইডি (বিস্ফোরক জাতীয় পদার্থ) বিস্ফোরণের ঘটনা ঘটেনি।’

পুলিশের তদন্ত কমিটি ছাড়াও মগবাজার বিস্ফোরণ তদন্তে ৭ সদস্যের কমিটি গঠন করেছে ফায়ার সার্ভিস ও তিন সদস্যের কমিটি গঠন করেছে বিস্ফোরক পরিদফতর।