মাছের ড্রামে ৪৮ কেজি গাঁজা!

প্রতিনিধি ॥
কুমিল্লায় মিনি পিকআপ ভ্যানে মাছের ড্রামে গাঁজা পাচারকালে ৫ মাদক ব্যবসায়ীকে আটক করেছে র‌্যাব। সোমবার কুমিল্লার চান্দিনা বাস স্ট্যান্ড এলাকা থেকে তাদের আটক করা হয়। এসময় তাদের হেফাজতে থাকা ৪৮ কেজি গাঁজা ও তাদের ব্যবহৃত পিকআপ ভ্যান জব্দ করা হয়েছে।

inside post


র‌্যাব সূত্রে জানা যায়, সোমবার সকালে গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-১১, সিপিসি-২ চান্দিনা বাস স্ট্যান্ড এলাকায় মাদক বিরোধী অভিযান চালায়। এসময় অভিনব কৌশলে মিনি পিকআপের পিছনে মাছ রাখার ড্রামের মধ্যে লুকিয়ে গাঁজা পরিবহনের সময় ৪৮ কেজি গাঁজাসহ মো. দিপু (২৭), কামরুল ইসলাম (৩০), মো. ছুটন মিয়া (৩০), শিপন (৩০) ও মো. মাহফুজ (২৪) নামের ৫ মাদক ব্যবসায়ীকে আটক করা হয়। এসময় তাদের ব্যবহৃত মিনি পিকআপ ভ্যান জব্দ করা হয়।


আটক মো. দিপু ব্রাহ্মণবাড়িয়া জেলার কসবা থানার কাইয়ুমপুর গ্রামের আইয়ুব খানের ছেলে, কামরুল ইসলাম একই উপজেলার কোল্লা পাথর গ্রামের মৃত জামাল হোসেনের ছেলে, মো. ছুটন মিয়া কামালপুর গ্রামের মৃত মকবুল হোসেনের ছেলে, শিপন নোয়াগাঁ গ্রামের টুনু মিয়ার ছেলে ও মো. মাহফুজ কামালপুর গ্রামের বাছির মিয়ার ছেলে।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটকরা জানান, তারা দীর্ঘদিন ধরে কুমিল্লার সীমান্তবর্তী এলাকা হতে গাঁজা সংগ্রহ করে কুমিল্লাসহ অন্যান্য জেলায় মাদক ব্যবসায়ী ও মাদক সেবীদের নিকট পাইকারি ও খুচরা মূল্যে বিক্রয় করে আসছেন। এছাড়াও আইন-শৃঙ্খলা বাহিনীর চোখ এড়াতে তারা বিভিন্ন সময় বিভিন্ন অভিনব কৌশল অবলম্বন করে মাদকদ্রব্য পরিবহণ করতেন।
কুমিল্লা র‌্যাব-১১, সিপিসি-২, কোম্পানি অধিনায়ক লেঃ কমান্ডার মাহমুদুল হাসান মাদকের মতো সামাজিক ব্যাধির বিরুদ্ধে র‌্যাব-১১ এর অভিযান অব্যাহত থাকবে। আটক আসামিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।

আরো পড়ুন