মিছিলে গিয়ে মৃত্যু

আমোদ প্রতিনিধি।
আগামীকাল কুমিল্লা সিটি কর্পোরেশন নির্বাচন।  শেষ মুহূর্তের প্রচারণায় ব্যস্ত কর্মী সমর্থকরা।
 সোমবার রাত সাড়ে ৮ টায় নগরীর ৫ নম্বর ওয়ার্ড থেকে নৌকা প্রতীকের সমর্থন একটি মিছিল বের হয়। মিছিলে যোগ দেন আওয়ামী লীগের কর্মী গোলাম ফারুক।
নগরীর থানাপুকুর পাড় মিছিলটি এসে পৌঁছালে  অসুস্থ হয়ে ঢলে পড়েন। নগরীর একটি হসপিটালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
মারা যাওয়া গোলাম ফারুক নগরীর গোয়ালপট্টি এলাকার বাসিন্দা। তার এক ছেলে এক মেয়ে রয়েছে।
গোলাম ফারুকের ছেলে মোঃ বায়জিদ বলেন, বাবা জীবনভর আওয়ামী লীগের রাজনীতি করেছেন। কাল কুমিল্লা সিটি কর্পোরেশনের নির্বাচন। শেষ মুহূর্তের প্রচারণা নিয়ে তিনি খুব ব্যস্ত ছিলেন। সোমবার রাত মিছিল করতে করতে বাবা মারা যান।
তার মৃত্যুর খবরে নৌকার কর্মী সমর্থকদের মাঝে শোকের ছায়া নেমে আসে।
নৌকা প্রতীকের মেয়র প্রার্থী আরফানুল হক রিফাত বলেন, গোলাম ফারুকের মৃত্যুতে আমি খুব কষ্ট পেয়েছি। বঙ্গবন্ধুর আদর্শের সৈনিক ছিলো গোলাম ফারুক। পদপদবী নিয়ে কখনো ভানেন নি।
গোলাম ফারুকের পরিবারসূত্রে জানা যায়,  সকাল ১০ টায় জানাযার নামাজ শেষে কুমিল্লা বুড়িচংয়ের গ্রামের বাড়িতে দাফন করা হয়।