মিয়া বাজারে স্বর্ণ দোকানে ডাকাতির সর্দার মাদারীপুরে গ্রেফতার

সানোয়ার হোসেন,চৌদ্দগ্রাম।।
কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার মিয়াবাজারে ককটেল বিস্ফোরণ ও গুলি করে স্বর্ণ দোকানে ডাকাতির ঘটনায় মাদারীপুর থেকে আবদুল হাকিম জমাদ্দার নামে এক ডাকাত সর্দারকে গ্রেফতার করেছে র‌্যাব। শুক্রবার বিকেলে তথ্যটি নিশ্চিত করেছেন র‌্যাব-১১ সিপিসি-২ কুমিল্লার অধিনায়ক মাহমুদুল হাসান। ডাকাত আবদুল হাকিম জমাদ্দার বরিশালের বাকেরগঞ্জ থানার মহেশপুর গ্রামের মরহুম ইফসুফ জমাদ্দারের ছেলে।
র‌্যাব সূত্র জানায়, গত ৮ ফেব্রুয়ারি আবদুল হাকিম জমাদ্দারসহ সশস্ত্র ১১ জন ডাকাত মাস্ক ও টুপি পরে মিয়াবাজারের মসজিদ মার্কেটে প্রীতি জুয়েলার্স নামের স্বর্ণের দোকানে ডাকাতিসহ একজনকে গুলিতে গুরুতর আহত করে। স্বর্ণালংকার লুট শেষে পালিয়ে যাওয়ার সময় স্থানীয় লোকজন ডাকাত দলের সদস্য কাওছার আহমেদকে আটকে পুলিশে সোপর্দ করে। ঘটনাটি বিভিন্ন মিডিয়া এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচারিত হলে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়। এ ঘটনায় দোকানের মালিক রবীন্দ্র চন্দ্র দত্ত বাদী হয়ে থানায় একটি মামলা দায়ের করেন। ঘটনার সাথে জড়িতদের দ্রুত সময়ের মধ্যে আইনের আওতায় নিয়ে আসতে র‌্যাব গোয়েন্দা নজরদারী বৃদ্ধি ও ছায়াতদন্ত শুরু করে। এরই প্রেক্ষিতে ডাকাত দলের অন্যতম সদস্য হাকিমের পরিচয় উন্মোচিত হয়। তার অবস্থান মাদারীপুরে শনাক্ত করা হয়। গত বৃহস্পতিবার(১৩ ফেব্রুয়ারি) রাতে র‌্যাব মাদারীপুর জেলার সদর এলাকার হোটেল সার্বিক ইন্টারন্যাশনালের সামনে অভিযান পরিচালনা করে ডাকাত আব্দুল হাকিম জমাদ্দারকে গ্রেফতার করে। র‌্যাবের প্রাথমিক জিজ্ঞাসাবাদে আবদুল হাকিম মিয়াবাজারে স্বর্ণের দোকানে ডাকাতির সাথে সম্পৃক্ততার বিষয়ে তথ্য প্রদান করে। ইতোপূর্বে আবদুল হাকিম আরও দুই বার র‌্যাবের অভিযানে গ্রেফতার হয়েছিল। তার বিরুদ্ধে ডাকাতিসহ ১০টি মামলা রয়েছে।
র‌্যাব-১১ সিপিসি-২ কুমিল্লার অধিনায়ক মাহমুদুল হাসান বলেন, ‘মিয়াবাজারে স্বর্ণের দোকানে ডাকাতির ঘটনায় প্রযুক্তির সহায়তায় ডাকাত আবদুল হাকিম জমাদ্দারকে মাদারীপুর থেকে গ্রেফতার করা হয়েছে। অপরাধ দমনে র‌্যাবের অভিযান চলমান থাকবে’।
inside post
আরো পড়ুন