মুরাদনগরে নিখোঁজের তিনদিন পর পুকুরে কিশোরের গলাকাটা মরদেহ

 

আমোদ প্রতিনিধি।।

কুমিল্লার মুরাদনগরে নিখোঁজের তিনদিন পর পুকুর থেকে বিকাশ চন্দ্র বর্মণ (১৬) নামের এক কিশোরের গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় প্রাথমিক জিজ্ঞাসাবাদের জন্য একজনকে আটক করা হয়েছে।

সোমবার উপজেলা সদরের জালো বাড়ি এলাকার চিন্তা হরণের পুকুর থেকে মরদেহ উদ্ধার করা হয়। বিকাশ চন্দ্র বর্মণ উপজেলা সদরের জালো বাড়ির প্রহ্লাদ চন্দ্র বর্মণের ছেলে।

নিহতের পরিবারের লোকজন জানান, শুক্রবার রাতে লক্ষী পূজা চলাকালীন সময়ে পরিবারের লোকজনের উপস্থিতিতে কেউ মোবাইল ফোনে তাকে অন্যত্র যেতে বলে। এসময় পরিবারের লোকজন বিষয়টি জানতে চাইলে সে পাশ কাটিয়ে কিছুক্ষণ পরে আসছি বলে বাড়ি থেকে বের হয়ে যায়। ছেলে রাতে বাড়ি না ফেরায় পরদিন শনিবার মুরাদনগর থানায় একটি নিখোঁজ ডায়েরি করেন বাবা প্রহ্লাদ চন্দ্র বর্মণ। নিখোঁজ হওয়ার পুরোটা সময় বিকাশের মোবাইল ফোন বন্ধ পাওয়া যায়। সোমবার সকালে নিহতের বাড়ির সামনের পুকুরে মরদেহ ভেসে উঠলে পরিবারের লোকজন লাশ শনাক্ত করে।

এবিষয়ে মুরাদনগর থানার পরিদর্শক (তদন্ত) নাহিদ আহম্মেদ বলেন, পুকুরে গলাকাটা মরদেহ ভেসে উঠার খবর পেয়ে ফোর্স পাঠিয়ে লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় প্রাথমিকভাবে জিজ্ঞাসাবাদের জন্য অজয় নামের একজনকে আটক করা হয়েছে।