মৃত্যুঞ্জয়ী হাবিব উল্যা চৌধুরী স্মারকগ্রন্থের মোড়ক উন্মোচন

প্রতিনিধি।।

inside post
বীর মুক্তিযোদ্ধা, রাজনীতিবিদ ও বিশিষ্ট সমাজসেবক এডভোকেট হাবিব উল্যা চৌধুরী স্মরণে রচিত ‘ মৃত্যুঞ্জয়ী হাবিব উল্যা চৌধুরী স্মারকগ্রন্থে’র মোড়ক উন্মোচন অনুষ্ঠান গতকাল কবি নজরুল ইনস্টিটিউট কুমিল্লা কেন্দ্র মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে। বিনয় সাহিত্য সংসদের আয়োজনে এ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন কুমিল্লা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষাবোর্ডের চেয়ারম্যান ড.  মোঃ নিজামুল করিম।
মুখ্য আলোচক হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশের সমাজতান্ত্রিক দল- বাসদ এর উপদেষ্টা সম্পাদক বীর মুক্তিযোদ্ধা কমরেড খালেকুজ্জামান। তিনি গ্রন্থের মোড়কও উন্মোচন করেন।
আলোচক হিসেবে বক্তব্য রাখেন বাংলা একাডেমির গবেষণা কর্মকর্তা মামুন সিদ্দিকী,  বিশিষ্ট বাচিকশিল্পী ও ক্রীড়া সংগঠক বদরুল হুদা জেনু। বক্তারা বলেন,  মুক্তিযুদ্ধ ছিল প্রকৃত অর্থে  এ দেশের জনযুদ্ধ। এ যুদ্ধকে যারা অস্বীকার করে তারা এ দেশকে অস্বীকার করে। এ দেশের স্বাধীনতাকে অস্বীকার করে। তাদের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে।লুটেরাদের কাছ থেকে দেশকে রক্ষা করতে সকল প্রগতিশীল শক্তিকে ঐক্যবদ্ধ হতে হবে। হাবিব উল্যা চৌধুরী আজীবন সকল অনিয়মের বিরুদ্ধে সোচ্চার ছিলেন।
বিনয় সাহিত্য সংসদের সভাপতি অধ্যাপক ডা.  মোসলেহ উদ্দিন আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন বিনয় সাহিত্য সংসদের প্রতিষ্ঠাতা ও সাধারণ সম্পাদক সাংবাদিক মোতাহার হোসেন মাহবুব। গ্রন্থের সম্পাদক হিসেবে তিনি অনুভূতিও প্রকাশ করেন। প্রয়াত হাবিব উল্যা চৌধুরীর পরিবারের পক্ষে বক্তব্য রাখেন কন্যা শ্রাবণী চৌধুরী।
হাবিব উল্যা চৌধুরীর প্রতি শ্রদ্ধা জানিয়ে বক্তব্য রাখেন অধ্যক্ষ মুহম্মদ শফিকুর রহমান ও কুমিল্লা জেলা আইনজীবী সমিতির সাবেক সাধারণ সম্পাদক এডভোকেট মাহাবুবুর রহমান।
জাতীয় সঙ্গীত ও সূচনা সঙ্গীত পরিবেশন করেন নবাব ফয়জুন্নেছা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় ও ফরিদা বিদ্যায়তনের ছাত্রীরা। এছাড়াও সঙ্গীত পরিবেশন করেন গুলবাগিচা সরকারি মডেল প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক হাসিনা আক্তার হাসি।
অনুষ্ঠান সঞ্চালকের দায়িত্ব পালন করেন বিনয় সাহিত্য সংসদের সদস্য ও নবাব ফয়জুন্নেছা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষক কামরুন্নাহার জেসমিন।
আরো পড়ুন