‘মৌমাছি ফুলের পরাগায়ন ও পোকা দমনে কাজ করে’

আমোদ প্রতিনিধি।।
কুমিল্লায় মৌ-প্রেমীদের মিলন মেলা বসেছে। শনিবার নগরীর নজরুল ইনস্টিটিউট কেন্দ্রের মিলনায়তনে এই মেলা বসে। প্রকৃতি-মৌমাছি-মধু সমাচার সংগঠনের উদ্যোগে আয়োজিত মেলায় সারা দেশের শতাধিক মৌ-চাষি ও ব্যবসায়ী অংশ নেন। এতে বাংলাদেশের মৌ-শিল্পের সম্প্রসারণে করণীয় ও বর্জনীয় নিয়ে আলোচনা করা হয়। বক্তারা বলেন, মৌমাছি ফুলের পরাগায়ন ও পোকা দমনে কাজ করে। মধু আসে সম্পূরক হিসেবে। বিশেষ করে লিচু বাগানে মৌমাছি থাকলে সেটা পোকা খেয়ে পেলে। এতে লিচুর আকার বড় হয়। এছাড়া কুমিল্লা অঞ্চলে মৌ-চাষ সম্প্রসারণ করে তরুণ প্রজন্ম বেকারত্ব মুক্ত হতে পারে। এক্ষেত্রে কৃষি বিভাগ, বিসিকসহ বিভিন্ন বিভাগের সমন্বয় প্রয়োজন বলেও মন্তব্য করা হয়। আলোচনা সভা শেষে র‌্যালি করা হয়। সভায় প্রধান অতিথি ছিলেন বিসিক কুমিল্লার উপ-মহাব্যবস্থাপক মোহাম্মদ মুনতাসির মামুন। বিশেষ অতিথি ছিলেন কুমিল্লা অঞ্চলে তেল জাতীয় ফসল বৃদ্ধি প্রকল্পের উপ-পরিচালক মোহাম্মদ আবু তাহের ও লালমাই বিসিক মৌমাছি পালন কর্মসূচির সম্প্রসারণ কর্মকর্তা মো. মুনায়েম ওয়ায়েছ। সভাপতিত্ব করেন প্রকৃতি-মৌমাছি-মধু সংগঠনের প্রধান নির্বাহী ইকবাল সিরাজী।