‘যুদ্ধবিধ্বস্ত বাংলাদেশের অর্থনীতিকে অনন্য উচ্চতায় নিয়ে যান বঙ্গবন্ধু’

প্রতিনিধি।। 
 যুদ্ধবিধ্বস্ত বাংলাদেশের অর্থনীতিকে অনন্য উচ্চতায় নিয়ে যান বঙ্গবন্ধু। স্বাধীনতার পর তিনি তিন বছর সাত মাসের মতো জীবিত ছিলেন। ওই সময়ে বাংলাদেশের মাথাপিছু আয় ভারত-পাকিস্তানকে ছাড়িয়ে যায়। বাংলাদেশের অর্থনীতি ঘুরে দাঁড়ায়। বাংলাদেশ রক্ষা পায় গৃহযুদ্ধের হাত থাকে। কিন্তু আজও একটি পক্ষ বঙ্গবন্ধুর অবদানকে স্বীকার করে না।
inside post

বুধবার (৩০ আগস্ট) সন্ধ্যায় জাতীয় শোক দিবস দিবস উপলক্ষে আয়োজিত  বঙ্গবন্ধুর অর্থনৈতিক দর্শন নিয়ে ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন বাংলাদেশ (আইইবি) কুমিল্লা কেন্দ্রে আয়োজিত আলোচনা সভায় এ মন্তব্য করেন আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক ইঞ্জিনিয়ার আবদুস সবুর। মুখ্য আলোচক ছিলেন কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের অধ্যাপক স্বপন কুমার মজুমদার ।
আইইবি কুমিল্লা কেন্দ্রের সাবেক সভাপতি আবুল বাশারের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ফজলে রাব্বীর সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন কেন্দ্রের সহসভাপতি রহমত উল্লাহ কবীর। বিশেষ অতিথির বক্তব্য রাখেন প্রকৌশলী আবুল কালাম হাজারী।
বক্তারা বলেন, জাতীয় বাজেট প্রণয়নে রাজনৈতিক সিদ্ধান্ত গ্রহণে কার্পণ্য করেননি বঙ্গবন্ধু। সদ্য স্বাধীন দেশের বাজেটে সেই চিত্রই উঠে এসেছে। পুনর্বাসনের পাশাপাশি নতুন অবকাঠামো তৈরিতে আত্মনিমগ্ন ছিলেন বঙ্গবন্ধুর সরকার।
আরো পড়ুন