যে কেউ ঢাবির নিয়মিত কোর্সে মাস্টার্স করার সুযোগ পাবে

আমোদ ডেস্ক।।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের নিয়মিত মাস্টার্স কোর্সে ভর্তির সুযোগ সবার জন্য উন্মুক্ত করার সুপারিশ করেছে বিশ্ববিদ্যালয়ের ডিনস কমিটি।

 

বিজ্ঞাপন

গতকাল মঙ্গলবার (৩০ আগস্ট) বিশ্ববিদ্যালয়ের ডিনস কমিটির সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয় এবং এটি বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সভায় চূড়ান্ত হবে।

ঢাবি বহর্ভিূত শিক্ষার্থীদের জন্য এতোদিন শুধু সান্ধ্যকালীন কোর্সে ভর্তির সুযোগ ছিল। এখন থেকে এসব শিক্ষার্থীরা নিয়মিত কোর্সে ভর্তির সুযোগ পাবেন।

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

সভায় উপস্থিত একটি অনুষদের ডিন বলেন, শিক্ষার্থীদের অনার্স করার পর মাস্টার্স করার বাধ্যবাধকতা থাকে না। এ কারণে অনেক গ্র্যাজুয়েটরা মাস্টার্সে ভর্তি না হওয়ায় আসন ফাঁকা থেকে যায়। এখন থেকে সেসব আসনের জন্য বিজ্ঞপ্তি দিয়ে যোগ্যদের সুযোগ দেওয়া হবে।

বিজ্ঞাপন