রাজনৈতিক প্রতিপক্ষের হীন চক্রান্ত সহ্য করা হবেনা : গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রী

এইচ.এম. সিরাজ, ব্রাহ্মণবাড়িয়া।।
আসন্ন পবিত্র রমজানে দ্রব্যমুল্য নিয়ে খেলাধুলা করলে রেহাই না দেয়ার হুশিয়ারি দিয়েছেন নবনিযুক্ত গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রী র.আ.ম. উবায়দুল মোকতাদির চৌধুরী। এর পাশাপাশি রাজনৈতিক প্রতিপক্ষকে হুশিয়ারী দিয়ে বলেছেন, তাদের হীন চক্রান্ত সহ্য করা হবে না।
ব্রাহ্মণবাড়িয়ায় নবনিযুক্ত গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রী র.আ.ম. উবায়দুল মোকতাদির চৌধুরীকে ব্রাহ্মণবাড়িয়া জেলা আওয়ামী লীগ প্রদত্ত গণসংবর্ধনার জবাবে মন্ত্রী এই হুশিয়ারী দিয়েছেন।শনিবার (২৭ জানুয়ারি) বিকেলে জেলা শহরের নিয়াজ মুহম্মদ ষ্টেডিয়ামে তাকে এই গণসংবর্ধনা দেয়া হয়। মোকতাদির চৌধুরী ব্রাহ্মণবাড়িয়া সদর আসন থেকে ৪ বার নির্বাচিত সংসদ সদস্য এবং জেলা আওয়ামীলীগ সভাপতি।
সংবর্ধনায় প্রধান অতিথির বক্তব্যে মোকতাদির চৌধুরী বলেন, আসন্ন রমজানে দ্রব্যমুল্য নিয়ে যারা খেলাধুলা করবেন, তাদেরকে সেটি না করার জন্যে আমরা অনুরোধ করবো। খেলাধুলা করলে কেউ রেহাই পাবেননা। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের একজন মন্ত্রী হিসেবে এবং জননেত্রী শেখ হাসিনার একজন কর্মী হিসেবে বলে দিয়েছি কোন জরিমানার ব্যাপার-স্যাপার নাই। সরাসরি কারাগারে পাঠানো হবে। রোজার মাসকে আমরা সবকিছু থেকে মুক্ত রাখতে চাই। একই সাথে আমাদের যারা রাজনৈতিক প্রতিপক্ষ তাদেরকে বলতে চাই বহু চেষ্টা করেছিলেন আপনারা নির্বাচন বানচাল করার জন্যে। আপনারা ব্যর্থ হয়েছেন। আপনারা যতক্ষণ পর্যন্ত শান্তিপূর্ণভাবে আন্দোলনের কথা বলবেন, শান্তিপূর্ণ সমাবেশ করবেন-মিছিল করবেন, আমরা কোন অসুবিধা করবো না। যদি আপনাদের কোন হীন চক্রান্ত থাকে তাহলে বাংলাদেশের প্রেক্ষাপটে আওয়ামী লীগ যেমন বলেছে সহ্য করা হবেনা, তেমনি ব্রাহ্মণবাড়িয়ার পেক্ষাপটেও আমার রাজনৈতিক সহকর্মীদের সাথে নিয়ে বলছি, আমরা কোনো রকমের অর্বাচীনতাকে, আন্দোলনের নামে উগ্রতাকে, ধ্বংসাত্মক কাজকে সমর্থন করবো না।
জেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি ও সাবেক পৌরমেয়র মো. হেলাল উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তৃতা করেন ব্রাহ্মণবাড়িয়া-৫ (নবীনগর) আসনের সংসদ সদস্য ফয়জুর রহমান বাদল, ব্রাহ্মণবাড়িয়া-১ (নাসিরনগর) আসনের সংসদ সদস্য সৈয়দ এ.কে. একরামুজ্জামান, ব্রাহ্মণবাড়িয়া-২ (সরাইল-আশুগঞ্জ) আসনের সংসদ সদস্য মো. মঈন উদ্দিন মঈন।
জেলা আওয়ামী লীগের সাবেক উপ-দপ্তর সম্পাদক মো. মনির হোসেনের সঞ্চালনায় গণসংবর্ধনা অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মাহবুবুল বারী চৌধুরী মন্টু, সহ-সভাপতি হাজী মো. হেলাল উদ্দিন, জেলা মহিলা আওয়ামীলীগ সাধারণ সম্পাদক অ্যাভোকেট তাসলিমা সুলতানা খানম নিশাত, সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এ.এইচ.এম. মাহবুবুল আলম, বিজয়নগর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম ভুইয়া, জেলা যুবলীগ সভাপতি এডভোকেট শাহনুর ইসলাম, জেলা ছাত্রলীগ সভাপতি রবিউল হোসেন রুবেল, সাধারণ সম্পাদক শাহাদত হোসেন শোভন, জেলা স্বেচ্ছাসেবকলীগ সভাপতি অ্যাডভোকেট মো. লোকমান হোসেন।
 সন্ধ্যায় ব্যাণ্ড তারকা জেমস এবং আরো কয়েকজন শিল্পী সঙ্গীত পরিবেশন করে। গণসংবর্ধনায় লাঠিখেলা এবং পিঠা প্রদর্শনীও ছিলো।