রাজেশপুর ইকোপার্কে বিপন্ন প্রজাতির গন্ধগোকুল অবমুক্ত

মাহফুজ নান্টু।।
কুমিল্লার লাকসাম থেকে একটি বিপন্ন প্রায় একটি গন্ধগোকুল আটক করা হয়েছে। বুধবার কুমিল্লা রাজেশপুর ইকোপার্কে গন্ধগোকুলটিকে অবমুক্ত করা হয়েছে।

কালিয়াচোঁ গ্রামের জয়নাল আবেদীন বলেন, তিনি কবুতর পালন করেন। গত কয়েকদিন ধরে কয়েকটি কবুতর খুঁজে পাননি। পরে তিনি টের পান বিড়ালের মতো একটি প্রাণী তার কবুতর খেয়ে ফেলছে। তিনি পাহারার ব্যবস্থা করেন। মঙ্গলবার বাড়ির পাশে একটি নারকেল গাছ থেকে কৌশলে গন্ধগোকুলটিকে আটক করেন। বুধবার কুমিল্লা বনবিভাগের লোকজন গন্ধগোকুলটিকে উদ্ধার করেন।

কুমিল্লা সামাজিক বনবিভাগের বিভাগীয় বন কর্মকর্তা কাজী মুহাম্মদ নুরুল করিম বলেন, গন্ধগোকুল নিশাচর প্রাণী। বনজঙ্গলে থাকে। তারা ইঁদুর,পোকাসহ বিভিন্ন প্রাণী খেয়ে বাঁচে। সে আত্মরক্ষার্থে নিজের শরীর থেকে একটি সুঘ্রাণ ছেড়ে দেয়। এজন্য এ প্রাণীর নাম গন্ধগোকুল। বর্তমানে বনজঙ্গল কমে যাওয়ায় খাদ্যের সন্ধানে লোকালয়ে চলে আসে। আটক গন্ধগোকুলটি বিপন্ন প্রজাতির। আমরা সেটিকে রাজেশপুর ইকোপার্কে অবমুক্ত করেছি।