‘রাষ্ট্র মানব সম্পদ উন্নয়নে মনোযোগ দেয়নি’


সিসিএন পলিটেকনিক ইনস্টিটিউটের ২৫ বছর পূর্তিতে বর্ণিল আয়োজন
প্রতিনিধি।।
রোডস,এলজিইডি,পানি উন্নয়ন বোর্ডসহ অবকাঠামোখাতে রাষ্ট্র যত মনোযোগ দিয়েছে মানব সম্পদ উন্নয়নে ততটা দেয়নি। এজন্য আমরা পিছিয়ে গেছি। আমাদের কোটির বেশি মানুষ প্রবাসে কাজ করেন। কিন্তু প্রশিক্ষিত না হওয়ায় তারা ভালো বেতন পাচ্ছেন না। প্রবাসীরা এখন যে রেমিটেন্স দেশে পাঠান তারা প্রশিক্ষতি হলে তার ২০গুণ পাঠানো সম্ভব। অবকাঠামো উন্নয়নে আবার দুর্নীতি বড় সমস্যা,যে সড়ক ১৫বছর স্থায়ী হওয়ার কথা সেটা তিন বছরও টিকছে না। একবারের কাজ ৫বার করতে হচ্ছে।
তারা আরো বলেন, রাষ্ট্রকে সরকারি ও বেসরকারি পলিটেকনিক ইনস্টিটিউট গুলোর দিকে আরো নজর দিতে হবে। যাতে প্রশিক্ষিত জনগোষ্ঠির মাধ্যমে দেশ এগিয়ে নেয়া যেতে পারে। দেশের গার্মেন্টস সেক্টরে যেন বিদেশের ২৬লক্ষ লোককে কাজ করতে না হয়। কারিগির শিক্ষা প্রতিষ্ঠান কুমিল্লার সিসিএন পলিটেকনিক ইনস্টিটিউটের ২৫ বছর পূর্তি উপলক্ষে ডিপ্লোমা গ্র্যাজুয়েশন ফেস্ট ও উদ্যোক্তা সম্মাননা প্রদান অনুষ্ঠানে তারা এই কথা বলেন।
শনিবার কুমিল্লার কোটবাড়ি এলাকার চৌধুরী এস্টেটে অবস্থিত প্রতিষ্ঠানটির ক্যাম্পাসে ওই গ্র্যাজুয়েশন ফেস্ট অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের সচিব মোঃ নজরুল ইসলাম। স্পিকারের বক্তব্য রাখেন শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব ড. সানোয়ার জাহান ভূইয়া। গেস্ট অব অনারের বক্তব্য রাখেন পরিকল্পনা মন্ত্রণালয়ের সাবেক সচিব মোঃ তাজুল ইসলাম। সিসিএন পলিটেকনিক ইনস্টিটিউটের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান ড. মোঃ তারিকুল ইসলাম চৌধুরীর সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন, বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রকৌশলী মোঃ রুহুল আমিন, কুমিল্লার অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) আলী রাজিব মাহমুদ মিঠুন, বাংলাদেশ বেসরকারি পলিটেকনিক উদ্যোক্তা সমিতির সভাপতি বীর মুক্তিযোদ্ধা প্রকৌশলী মো. ইদরীস আলী, আই.ডি.ইবি-এর অন্তবর্তীকালীন কেন্দ্রীয় কমিটির সদস্য সচিব প্রকৌশলী কাজী সাখাওয়াত হোসেন, কারিগরি শিক্ষা অধিদপ্তর চট্টগ্রাম বিভাগের আঞ্চলিক পরিচালক উপসচিব কাজী ফারুক আহমেদ।
স্বাগত বক্তব্য রাখেন সিসিএন পলিটেকনিক ইনস্টিটিউটের অধ্যক্ষ প্রকৌশলী মোঃ আমিনুল ইসলাম চৌধুরী। গ্র্যাজুয়েটদের পক্ষ থেকে বক্তব্য রাখেন অদিতি দত্ত, লোকমান হবীব সরকার ও জুলহাস মিয়া প্রমুখ। অনুষ্ঠানে অতিথি ছিলেন সিসিএন বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত উপাচার্য প্রকৌশলী অধ্যাপক ড. মোঃ শাহজাহান, সিসিএন পলিটেকনিক ইনস্টিটিউটের রেজিস্ট্রার ইফতেখারুল ইসলাম চৌধুরী সিয়াম প্রমুখ।