কুমিল্লার লাকসামে ৩ ছিনতাইকারীকে গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ করা হয়েছে। উপজেলার বাকই ইউনিয়নের অশ্বদিয়া এলাকায় এ ঘটনা ঘটে।
লাকসাম থানার পরিদর্শক (তদন্ত) টমাস বড়ুয়া জানান, বৃহস্পতিবার রাতে যাত্রীবেশে ৪ ছিনতাইকারী একটি ব্যাটারিচালিত অটোরিকশা ভাড়া নেয়। রাত ৯টার দিকে অশ্বদিয়া হাইস্কুল মসজিদের সামনে এসে একজন প্রস্রাবের কথা বলে রিকশাটি থামায়। এ সময় চালক সুমনের (১৭) চোখে-মুখে মলম লাগিয়ে তারা ১ লাখ ৮৫ হাজার টাকা মূল্যের অটোরিকশাটি নিয়ে পালিয়ে যায়। ইত্যবসরে সুমন বিভিন্ন স্থানে ফোন করে বিষয়টি জানায়। পরে বাকই ইউনিয়ন পরিষদের পাশে স্থানীয় লোকজন অটোরিকশাসহ ৪ ছিনতাইকারীকে আটক করলেও ইউসুফ নামে এক ছিনতাইকারী পালিয়ে যায়। পরে অপর ৩ জনকে গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ করা হয়। লাকসাম থানার উপপরিদর্শক আশরাফুল ইসলাম অটোরিকশাসহ তাদের আটক করে থানায় নিয়ে যায়। আটককৃতরা হলো- বরুড়ার ডাবুরিয়া মিয়াজী বাড়ির রফিকুল ইসলামের ছেলে মোহন হোসেন (২২), লাকসামের নগরীপাড়ার মৃত আলী আশরাফের ছেলে সাইফুল ইসলাম (২০) ও নাঙ্গলকোটের চান্দপুরের বজলুর রহমানের ছেলে মামুন (৩৫)। এ ঘটনায় রিকশা চালক সুমন বাদী হয়ে লাকসাম থানায় একটি মামলা দায়ের করেন।
টমাস বড়ুয়া জানান, আটক ৩ ছিনতাইকারীকে চিকিৎসা দেয়া হয়েছে। শনিবার তাদেরকে কুমিল্লার আদালতে পাঠানো হবে।