লালমাই উপজেলায় বৌদ্ধ ভিক্ষুদের মিলন মেলা

অফিস রিপোর্টার।।

কুমিল্লার লালমাই উপজেলায় বৌদ্ধ ভিক্ষুদের মিলন মেলা অনুষ্ঠিত হয়েছে। সাম্প্রতি উপজেলার নুরপুর,পাড়াবাকই,আলোকদিয়া, গ্রামবাসির সহযোগীতায় এ আয়োজন করা হয়। ড. প্রিয়দর্শী মহাথেরো ও শংকর সিংহ ‘র পরিবারের আয়োজনে প্রয়াত মহিম সিংহ,নিত্য রানী সিংহ,সুরুবালা সিংহ,সতিষ সিংহ,বকুলি সিংহ এর পারলৌকিক সদগতি কামনায় ও আনন্দপাল শ্রামন সহ সকলের নীরোগ দীর্ঘায়ু কামনায় অষ্টপরিষ্কার দান,সংবর্ধনা সভায় প্রধান অতিথি ছিলেন নোয়াখালীর কৌশল্যার মহাস্থবির নিকায় এর সংঘনায়ক অধ্যাপক বনশ্রী মহাথের। বাংগালী বৌদ্ধদের বিভক্ত দুইটি নিকায় সংঘরাজ নিকায় ও মহাস্থবির নিকায় এর ভিক্ষুদের অভূতপূর্ব এমন মিলন মেলায় সবাই আনন্দিত, ৭৫জন ভিক্ষু শ্রামন ১৩ জন সংবর্ধিত অতিথি ও ভক্তরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। এ সময় বক্তব্য রাখেন জিনসেন মহাথের, রতনশ্রী মহাথের,সুনন্দ মহাথের,শীলভদ্র মহাথের, প্রজ্ঞাশ্রী মহথের,জিনানন্দ মহাথের,ধর্মপাল থের,উত্তমানন্দ থের,ডঃ বিকিরন প্রসাদ বড়ুয়া,রনজিত বড়ুয়া,কমলেন্দু বড়ুয়া,দেবপ্রিয় বড়ুয়া, শ্যামল বড়ুয়া, চম্পাকলি বড়ুয়া, অধ্যাপক স্মৃতি কনা বড়ুয়া, বাকই ইউনিয়ন চেয়ারম্যান আইয়ুব আলী, জ্যোতিষ সিংহ খোকন, এসকে সিনহা,লক্ষন সিংহ, সাধন মিত্র সিংহ ।