লালমাই পাহাড়ে আন্তর্জাতিক কনফারেন্স

সিসিএন বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক কনফারেন্স
inside post
হাসিবুল ইসলাম সজিব।। 
কুমিল্লার কোটবাড়ি লালমাই পাহাড়ে অবস্থিত সিসিএন বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের আয়োজনে “টেকসই ” শীর্ষক ৪র্থ আন্তর্জাতিক কনফারেন্স অনুষ্ঠিত হয়েছে।
 ২৮ ডিসেম্বর সকাল ৯.০০টা থেকে দিনব্যাপী এই আন্তর্জাতিক কনফারেন্সে বিশ্বের প্রায় ১২টি দেশের গবেষকগণ স্বশরীরে এবং ভার্চুয়াল প্ল্যাটফর্মে ২৬টিরও অধিক পেপার উপস্থাপন করেন।
দিনব্যাপী এই কনফারেন্সে প্রধান অতিথি ছিলেন  এসোসিয়েশন অব প্রাইভেট ইউনিভার্সিটিজ অব বাংলাদেশের (এপিইউবি) প্রেসিডেন্ট এবং বাংলাদেশে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির প্রতিষ্ঠাতা বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান ড. মো. সবুর খান। সিসিএন বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাতা ও বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান ড. মো. তারিকুল ইসলাম চৌধুরীর সভাপতিত্বে কনফারেন্সের থিম স্পিকার ছিলেন ইন্টারন্যাশনাল ওপেন ইউনিভার্সিটির ব্যবসায় প্রশাসন বিভাগের প্রধান ও সিনেট সদস্য অধ্যাপক ড. শফিকুর রহমান। বিশেষ অতিথি ছিলেন মালয়েশিয়ার বাইনারি ইউনিভার্সিটির ডিন অধ্যাপক ড. আসিফ মাহবুব করিম। সিসিএন বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত উপাচার্য ও ট্রেজারার অধ্যাপক ড. প্রকৌশলী মো. শাহ জাহান কনফারেন্সের উদ্বোধনী পর্বে স্বাগত বক্তব্য প্রদান করেন।
উদ্বোধনী পর্বের পর কী-নোট পেপার উপস্থাপন করেন আফ্রিকায় রিসার্চ ইউনিভার্সিটির ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. জে মালান, কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের একাউন্টিং অ্যান্ড ইনফরমেশন সিস্টেমস বিভাগের অধ্যাপক ড. বিশ্বজিৎ চন্দ্র দেব, ঢাকার এডিশনাল মেট্রোপলিটন সেশনস জাজ ড. মাসরুর সালেকিন, কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের কমপিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের চেয়ারম্যান ড. মাহমুদুল হাসান বাংলাদেশ পল্লী উন্নয়ন একাডেমি (বার্ড) কুমিল্লার পরিচালক (প্রকল্প) রঞ্জন কুমার গুহ, সৌদি আরবের প্রিন্স মোহাম্মদ বিন ফাহাদ ইউনিভার্সিটির প্রফেসর ড. আমিনুল ইসলাম, ওমানের সুলতান কুয়াবস ইউনিভার্সিটির প্রফেসর ড. খলিফা আল জাবরি।
আরো পড়ুন