লোকগীতিতে জাতীয় পর্যায়ে ৩য় ফয়জুন্নেছা কলেজের ছাত্র রাকিব

 

জাতীয় বিশ্ববিদ্যালয় আয়োজিত আন্ত: কলেজ সংস্কৃতিক ও বিতর্ক প্রতিযোগিতায়

লাকসাম নওয়াব ফয়জুন্নেছা সরকারি কলেজ থেকে রাকিব হোসেন লোকগীতিতে তৃতীয় স্থান অধিকার করে। গত ২১মার্চ ঢাকা সরকারি সংগীত কলেজে এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। প্রতিযোগিতায় বিশেষ অতিথি ছিলেন বিশিষ্ট রবীন্দ্র সংগীত শিল্পী রেজোয়ানা চৌধুরী বন্যা। এর আগে চট্টগ্রাম বিভাগে  লোকগীতিতে চ্যাম্পিয়ন হন নওয়াব ফয়জুন্নেছা সরকারি কলেজের শিক্ষার্থী রাকিব।

নওয়াব ফয়জুন্নেসা সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর মিতা সফিনাজ বলেন, লেখাপড়ার পাশাপাশি সংস্কৃতি চর্চায়ও সফলতার স্বাক্ষর রাখছেন নওয়াব ফয়জুন্নেছা সরকারি কলেজের শিক্ষার্থীরা। তাদের সাফল্যে আমরা আনন্দিত। তাদের একজন লোকগীতিতে জাতীয় পর্যায়ে তৃতীয় স্থান অধিকারী রাকিব হোসেন। তার উত্তরোত্তর সফলতা কামনা করছি।–প্রেস বিজ্ঞপ্তি।

(ছবিতে ঢাকা সংগীত কলেজের প্রিন্সিপাল কৃষ্টি হেফাজের সাথে রাকিব।)