বডিফিটিং অবস্থায় গাঁজা পরিবহনের সময় দুজন আটক

 প্রতিনিধি।।

কুমিল্লা সিলেট আঞ্চলিক মহাসড়কের কুমিল্লার দেবিদ্বার থানাধীন সংচাইল এলাকায় অভিনব কায়দায় শরীরের চামড়ার সাথে লাগানো (বডিফিটিং) অবস্থায় গাঁজা পরিবহনের সময় দুজনকে আটক করা হয়েছে। শুক্রবার মিরপুর হাইওয়ে পুলিশ ফাঁড়ির সদস্যরা তাদের গ্রেফতার করে।

গ্রেফতারকৃতরা হলাও—পটুয়াখালী সদরের বড়দীঘা ইউনিয়নের তিতকাটা গ্রামের সোবাহানের ছেলে মো সোহাগ ও দেলোয়ার মোল্লার ছেলে আতিকুর রহমান।

মিরপুর হাইওয়ে পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক নজরুল ইসলাম বলেন, সিএনজি থেকে যাত্রীবেশে দুইজনকে গাঁজাসহ আটক করেছি। প্রথম বুঝাই যাচ্ছিলনা তাদের কাছে গাঁজা আছে পরে চেক করলে দেখি তাদের উভয়ের দেহের পেটের দিকে হলুদ টেপ ও সুতলি দ্বারা বডিফিটিং করা অবস্থায় একেকজনের নিকট দেড় কেজি করে মোট তিন কেজি গাঁজা। তাদের বিরুদ্ধে দেবিদ্বার থানায় মামলা কার্যক্রম প্রক্রিয়াধীন আছে।