শীতে গরম পুষ্টিকর খাবার পেয়ে খুশি ওরা

 

inside post

প্রতিনিধি।।
কুমিল্লা নগরীতে এতিমখানার শিশুদের মাঝে খাবার বিতরণ করা হয়। বুধবার আঞ্জুমানে মফিদুল ইসলামের এতিমখানায় গোমেতি সংবাদের যুগপূর্তি উপলক্ষে এই খাবার বিতরণ করা হয়। শীতের সকালে গরম পুষ্টিকর খাবার পেয়ে খুশি হন তারা। খাবারের আগে দোয়ার আয়োজন করা হয়। মোনাজাত পরিচালনা করেন হাফেজ মো.সালমিন। এতে উপস্থিত ছিলেন গোমেতি সংবাদের সম্পাদক মোবারক হোসেন,বাংলাদেশ প্রতিদিনের কুমিল্লা প্রতিনিধি মহিউদ্দিন মোল্লা, এখন টিভির ব্যুরো প্রধান খালেদ সাইফুল্লাহ,কুমিল্লা ইবনে সিনা ডায়গনস্টিক সেন্টারের পাবলিক রিলেশন অফিসার শাহাদাত হোসেন অপু, বাংলাদেশ বেতারের প্রতিনিধি আবু সুফিয়ান রাসেল,বাংলাট্রিবিউনের প্রতিনিধি আবদুল্লাহ আল মারুফ,শিক্ষার্থী সাইফুল্লাহ রাইয়ান শুভ ও তাহসিন রাহমান প্রমুখ।

আরো পড়ুন