শূন্য ভোট পেলেন যে প্রার্থী

 

প্রতিনিধি।।
কুমিল্লা জেলা পরিষদ নির্বাচনের বুড়িচং উপজেলার ওয়ার্ডে সদস্য পদে রবিউল আলম প্রতিদ্বন্দ্বিতা করে কোন ভোট পাননি এক প্রার্থীর। তার পরাজিত দুই নিকটতম প্রতিদ্বন্দ্বী ডা. এম এ কাদের খান তালা প্রতীকে পেয়েছেন ৩ ভোট ও মো. মোহন মিয়া অটোরিকশা প্রতীকে ৩ ভোট পেয়েছেন। সোমবার অনুষ্ঠিত নির্বাচনের এ ফলাফল ঘোষণা করেন প্রিজাইডিং কর্মকর্তা ও উপজেলার ভারপ্রাপ্ত কৃষি কর্মকর্তা বানিন রায়।

জানা গেছে, বুড়িচং উপজেলার ওয়ার্ডে নির্বাচনে অংশগ্রহণ করেছেন সাধারণ প্রার্থী ৬ জন ও সংরক্ষিত আসনের ২ জন প্রার্থী। এই ওয়ার্ডের ভোটার সংখ্যা ১২০জন। ৬৫ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন টিউবওয়েল প্রতীকের মশিউর খান।

এদিকে ফোন বন্ধ থাকায় রবিউল আলমের বক্তব্য পাওয়া যায়নি। তার বাড়ি উপজেলার ভরাসার গ্রামে। তিনি ঠিকাদারীর সাথে জড়িত বলে জানা গেছে।
নির্বাচনের প্রিজাইডিং কর্মকর্তা বানিন রায় বলেন, নির্বাচন সুষ্ঠু ও সুন্দর হয়েছে। শান্তিপূর্ণ ভোট শেষে ফলাফল ঘোষণা করা হয়েছে।