সংখ্যালঘু সংখ্যাগুরু একটি ভুল বিভাজন -ডাঃ তাহের

প্রতিনিধি।।

inside post

জামায়াতের কেন্দ্রীয় নায়েবে আমীর ও সাবেক এমপি ডাঃ সৈয়দ আবদুল্লাহ মোঃ তাহের বলেছেন, সংখ্যালঘু সংখ্যাগুরু একটি ভুল বিভাজন। আমরা সকলেই মানুষ। এখানে বিভাজনের কোন প্রয়োজন নেই। জামায়াতে ইসলামী প্রতিষ্ঠার পর থেকে সব ধর্মাবলম্বী মানুষের কল্যাণে কাজ করছে। এটা প্রতিটি ধর্মের আহ্বান। গত ১৭ বছরে আপনারা কারো না কারো দ্বারা নির্যাতিত এবং লাঞ্চিত হয়েছেন।
তিনি আরও বলেন, জামায়াত পরিচয়ে কেউ যদি ভিন্ন ধর্মাবলম্বীদের নির্যাতন বা হয়রানি করে, তার বিরুদ্ধে অভিযোগ দেন। তাকে শুধু বহিস্কার করবো না, তার বিরুদ্ধে সর্বাত্মক ব্যবস্থা নেয়া হবে। আপনারা কোন ভয় নিয়ে চলবেন না। আমরা আছি, আপনাদের নিরাপত্তায়। আমরা চৌদ্দগ্রামকে একটি সম্প্রীতির উপজেলা হিসেবে গড়ে তুলতে কাজ করবো।
ডাঃ তাহের শুক্রবার বিকেলে কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলা জামায়াতের উদ্যোগে ভিন্ন ধর্মাবলম্বীদের সাথে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। তিনি হিন্দুদের জন্মাষ্টমী উপলক্ষে সকলকে শুভেচ্ছা ও অভিনন্দন জানান।
চৌদ্দগ্রাম উপজেলা জামায়াতের আমীর মাহফুজুর রহমানের সভাপতিত্বে ও সেক্রেটারী বেলাল হোসাইনের পরিচালনায় বক্তব্য রাখেন জামায়াতের পৌর আমীর মুহাম্মদ ইব্রাহীম, জামায়াত নেতা আব্দুর রহিম, ইয়াছিন মজুমদার, জয়নাল আবেদীন পাটোয়ারী, আলহাজ্ব আইউব আলী ফরায়জী, ড. সাহাব উদ্দিন, মোশাররফ হোসেন ওপেল, ভিন্ন ধর্মাবলম্বী শ্রী দীপংকর চক্রবর্তী, শ্যামল সুর, রায় মোহন সুত্রধর, বলরাম কর্মকার, বসু দেবনাথ, লিটন দত্ত, অরুপ ভৌমিক, আকাশ কর্মকার, শ্রী সংকর দা, বৌদ্ধদের পক্ষ থেকে বক্তব্য রাখেন ভোবন মাস্টার। এছাড়াও বক্তব্য রাখেন সপন ঘোস, সনজিব দাস, নারায়ণ চন্দ্র দাস, বিমল চন্দ্র দাস, কমলেশ মন্ডল, অধ্যাপক বাবু হারাধন দেসহ উপজেলার বিভিন্ন পূজা কমিটির নেতৃবৃন্দ। এরআগে ডাঃ তাহের শ্রীপুর ইউনিয়নের নালঘর, শুভপুর ইউনিয়নের পোটকরাসহ বেশ কয়েকটি স্থানে নির্বাচনী সভায় বক্তব্য রাখেন।

আরো পড়ুন