সফিক শিকদারের জানাযায় মানুষের ঢল

প্রতিনিধি।।

কুমিল্লা দক্ষিণ জেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম আহবায়ক ও কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের সাবেক ভিপি সফিকুল ইসলাম শিকদারকে জানাযা শেষে বুধবার সন্ধ্যায় নগরীর বিষ্ণপুর কবরস্থানে দাফন করা হয়েছে। এর আগে বিকালে নগরীর টাউন হলে তার নামাজের জানাযা অনুষ্ঠিত হয়। জানাযার নামাজে মুজিবুল হক এমপি,জেলা পরিষদ চেয়ারম্যান মফিজুর রহমান বাবলু,জেলা প্রশাসক খন্দকার মুশফিকুর রহমান,দক্ষিণ জেলা বিএনপির আহবায়ক আমিন-উর রশিদ ইয়াছিন,জাতীয় পার্টির নেতা এয়ার আহমেদ সেলিমসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। পবিারের পক্ষে কথা বলেন, ছোট ভাই কবির সিদার ও ছেলে সৌমিক সিকদার।
পরিবার ও দলের সূত্র জানায়,সফিক শিকদার ৮০ এর দশকে তিনি ছিলেন রাজপথ কাঁপানো ছাত্র নেতা। তিনি সুবক্তা ছিলেন। কুমিল্লায় ছাত্র নেতৃত্বে তার অবদান রয়েছে। তিনি কুমিল্লা শহর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ছিলেন। সোমবার রাত পৌনে ১১ টায় কুমিল্লা নগরীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। তার মৃত্যুতে নগরীর সর্বস্তরের মানুষের মাঝে শোকের ছায়া নেমে আসে।