সরকারকে গণ-অভ্যুত্থানের মাধ্যমে বিদায় করতে হবে–ড.খন্দকার মারুফ

 

 

৫১তম স্বাধীনতা ও জাতীয় দিবসে দাউদকান্দিতে বিএনপির জাতীয় নির্বাহী
কমিটির সদস্য ও সুপ্রীম কোর্টের এডভোকেট ড. খন্দকার মারুফ হোসেনের
নেতৃত্বে বিএনপি ও অঙ্গসংগঠনের অংশগ্রহণে স্মরণকালের বিশাল বর্ণাঢ্য
র‍্যালী বের করেছে। গত শনিবার ড. খন্দকার মারুফ এই র‍্যালীতে নেতৃত্ব ও
‘মুক্তিযুদ্ধ স্তম্ভে’ শহিদ মুক্তিযোদ্ধাদের ফুলেল শ্রদ্ধা জানান। পরে দাউদকান্দি
উপজেলা ও পৌর বিএনপি’র কার্যালয়ের সামনে সমবেত জনতার উদ্দেশ্যে বলেন,
দেশ ও জনগণকে বাঁচাতে এই গণবিরোধী, ব্যর্থ ও অযোগ্য সরকারকে সরিয়ে
দেয়ার কোনো বিকল্প নেই। গণ-অভ্যুত্থানের মাধ্যমে সরকারকে বিদায় জানাতে
হবে। উপজেলা, পৌরসভা, ইউনিয়ন এবং ওয়ার্ড পর্যায়ে নেতাকর্মীগণ সকল
শ্রেণিপেশার মানুষকে আন্দোলনে উদ্বুদ্ধ করতে হবে। ড.খন্দকার মারুফ স্বৈরাচার
আওয়ামী লীগ সরকারকে বিদায় জানাতে গণ-অভ্যুত্থানে অংশ নিতে সকলের প্রতি
উদাত্ত আহবান জানান তিনি বলেন,আজকে দলীয় নেতা-কর্মীসহ সর্বস্তরের
হাজার হাজার মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ প্রমাণ করে, বর্তমান গণবিরোধী
ও দুর্নীতিপরায়ণ সরকারের বিরুদ্ধে দেশের মানুষ জেগে উঠেছে। তিনি বলেন,
সরকারের সীমাহীন দুর্নীতি, লুটপাট ও তাদের সমর্থিত অসাধু-মুনাফাখোর
ব্যবসায়ীদের সি-িকেটের কারণে দ্রব্যমূল্য সাধারণ মানুষের ক্র‍য়ক্ষমতার বাইরে
চলে গেছে। পবিত্র রমজান মাসে কীভাবে সিয়াম পালন করবে? এই চিন্তায়, এই
টেনশনে মধ্যবিত্ত, নিম্নমধ্যবিত্ত ও খেটে খাওয়া শ্রমজীবী মানুষের চোখে
ঘুম নেই। এখনই বাজারে দ্রব্যমূল্যের উত্তাপে এগুতে পারছে না, জনগণ খালি
ব্যাগ নিয়ে বাড়ী ফিরছে। স্বাধীনতা ও জাতীয় দিবসের এই র‍্যালীতে উপস্থিত
ছিলেন বিএনপি নেতা একেএম শামসুল হক, আবুল হাসেম চেয়ারম্যান,
সাইফুল আলম ভুইয়া,জসিম উদ্দিন আহমেদ, নূর মোহাম্মদ সেলিম সরকার,
আবদুল লতিফ ভূইয়া, নাঈম সরকার, ভিপি জাহাঙ্গীর আলম, ভিপি শাহাবুদ্দিন
ভুইয়া, মো. শাহ আলম, মো. রোমান খন্দকার, শরীফ চৌধুরী, আসিফ ইকবাল,
আবদুল বাসেত, আসাদুজ্জামান লিমন প্রমুখ। দাউদকান্দি উপজেলা ও পৌর
বিএনপি এবং অঙ্গসংগঠনের নেতা-কর্মী, দলীয় সমর্থকসহ বিভিন্ন শ্রেণী
পেশার হাজার হাজার মানুষ স্বতঃস্ফূর্তভাবে যোগ দেন।