সরকার দিশেহারা হয়ে পড়েছে: খায়রুল কবির খোকন

 

কুমিল্লায় বিএনপির গণমিছিল

প্রতিনিধি।
কুমিল্লায় বিএনপির গণমিছিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকেলে কান্দিরপাড় দলীয় কার্যালয় থেকে গণমিছিল শুরু হয়ে নগরীর গুরুত্বপূর্ণ মোড় গুলো ঘুরে। কুমিল্লা মহানগর বিএনপির আয়োজনে গণমিছিল বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা যোগ। গণ মিছিলে প্রধান অতিথি ছিলেন বিএনপির যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন। বিশেষ অতিথি ছিলেন কুমিল্লা বিভাগীয় বিএনপির সাংগঠনিক সম্পাদক মোস্তাক মিয়া,সহ-সাংগঠনিক সম্পাদক সাইদুল হক সাঈদ। সভাপতিত্ব করেন কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির ভারপ্রাপ্ত আহবায়ক জসিম উদ্দিন। এর আগে কুমিল্লা মহানগর বিএনপির সদস্য সচিব ইউছুফ মোল্লা টিপুর সঞ্চালনায় সরকারের সমালোচনা করে বক্তব্য রাখেন দক্ষিণ জেলা বিএনপির সদস্য সচিব জসিম উদ্দিন ও মহানগর বিএনপির সাবেক আহবায়ক আমিরুজ্জামান আমির প্রমুখ। এসময় একদফা দাবি বাস্তবায়ন ও বেগম জিয়া মুক্তির দাবি তোলেন তারা।
প্রধান অতিথির বক্তব্যে বিএনপির যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন বলেন, ‘বিএনপির রাজনৈতিক আন্দোলন মোকাবেলা করতে ব্যর্থ হয়ে সরকার দিশেহারা হয়ে পড়েছে। সরকার প্রধান শেখ হাসিনা ও ওবায়দুল কাদের আবোল তাবোল বক্তব্য দিচ্ছেন। পুলিশের সদস্যরা বিএনপির শত্রু না, যদি বিএনপির নেতাকর্মীদের মিথ্যা হয়রানি মূলক মামলা দেওয়া হয়, জনগণ আপনাদের ক্ষমা করবে না।