সাংবাদিক এমদাদকে গণ সংবর্ধনা

প্রতিনিধি।।

পহেলা মে আন্তর্জাতিক শ্রমিক দিবসে প্রধান উপদেষ্টা ড. ইউনুস এর কাছ থেকে শ্রম বিষয়ক মিডিয়া পুরষ্কার পাওয়ায় সাংবাদিক এমদাদকে গণ সংবর্ধনা দিয়েছে চৌদ্দগ্রাম প্রেসক্লাব। বুধবার বিকেলে উপজেলা প্রেসক্লাব মিলনায়তনে আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পৌর প্রশাসক মোঃ জামাল হোসেন। চৌদ্দগ্রাম প্রেসক্লাবের সভাপতি সিরাজুল ইসলাম ফরায়েজীর সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা একেএম মীর হোসেন, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ রশিদ আহমেদ চৌধুরী, চৌদ্দগ্রাম বাজার কমিটির সাবেক সেক্রেটারি খোরশেদ আলম, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি মোতাহার হোসেন জামাল, উপজেলা থানা মসজিদের সাবেক ইমাম ও বাতিসা ইউনিয়ন জামায়াত আমির সাইয়্যেদ রাশেদুল হাসান জাহাঙ্গীর, কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের ডেপুটি রেজিস্টার মোশাররফ হোসেন, চৌদ্দগ্রাম প্রেসক্লাবের সিনি: সহ-সভাপতি সংবর্ধিত সাংবাদিক এমদাদ উল্লাহ, সহ-সভাপতি হাসান মোঃ জহির, সিনিয়র সাংবাদিক আবু বক্কর সুজন, কার্যনির্বাহী সদস্য এফ এম রাসেল। এসময় উপস্থিত ছিলেন সিনিয়র সাংবাদিক এম এ কুদ্দুস, চৌদ্দগ্রাম প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক কামাল হোসেন নয়ন, দপ্তর সম্পাদক শাহীন আলম, প্রচার সম্পাদক এম এ আলম প্রমুখ।
অনুষ্ঠানে বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক, সমিতি ও ব্যক্তির পক্ষ থেকে সাংবাদিক এমদাদ উল্লাহকে গৌরবময় এই অর্জনের জন্য সংবর্ধনা প্রদান করা হয়।