সাংবাদিক হত্যার বিচার দাবিতে দেবিদ্বারে মানববন্ধন


প্রতিনিধি।।
গাজীপুরের চান্দনা চৌরাস্তায় সাংবাদিক আসাদুজ্জামান তুহিন হত্যাকান্ড দ্রুত বিচার, দেশব্যাপী সাংবাদিক নিপীড়ন বন্ধ এবং মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন করেছেন কুমিল্লার দেবিদ্বার উপজেলায় কর্মরত প্রিন্ট ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা।
শনিবার(৯ আগস্ট)কুমিল্লা-সিলেট আঞ্চলিক মহাসড়কের দেবিদ্বার নিউমার্কেট ‘মুক্তিযোদ্ধা চত্বরে এ মানববন্ধন হয়। এতে উপজেলায় কর্মরত বিভিন্ন প্রিন্ট, ইলেকট্রনিক এবং অনলাইন মিডিয়ার সাংবাদিকরা অংশগ্রহণ করেন।
মানববন্ধনে সাংবাদিক তুহিন হত্যার সাথে জরিত আসামিদের দৃষ্টান্তমূলক শাস্তি ও সাগর-রুনী হত্যার বিচারসহ দেশব্যাপী সাংবাদিক নিপীড়ন বন্ধ এবং মিথ্যা মামলা প্রত্যাহারের জোর দাবি জানান বক্তারা।
মানববন্ধনে বক্তব্য রাখেন, কালের কন্ঠের দেবিদ্বার প্রতিনিধি এবিএম আতিকুর রহমান বাশার, সমকালের দেবিদ্বার প্রতিনিধি সৈয়দ খলিলুর রহমান বাবুল, নয়া দিগন্তের দেবিদ্বার প্রতিনিধি মো. ফখরুল ইসলাম সাগর, মুক্ত খবরের দেবিদ্বার প্রতিনিধি মো. ময়নাল হোসেন (ভিপি), বাংলাদেশের সমাচারের স্টাফ রিপোর্টার ওমর ফারুক মুন্সি, আমাদের দেবিদ্বার পত্রিকার সম্পাদক এটিএম সাইফুল ইসলাম মাসুম, ইনকিলাব প্রতিনিধি মো. ফারুক হোসাইন, বাংলা বাজার পত্রিকার জেলা প্রতিনিধি মাসুদ রানা, আজকালের খবর পত্রিকার প্রতিনিধি আহাম্মেদ হোসাইন, ভোরের সূর্যোদয় পত্রিকার প্রতিনিধি শফিউল আলম রাজীব, আলোকিত সময় প্রতিনিধি মো. নাসির উদ্দিন, আনন্দ টিভি প্রতিনিধি মো. মাহফুজ আহমেদ, এনটিভি অনলাইন প্রতিনিধি ইসহাক খান প্রমুখ। এছাড়াও মানববন্ধনের সাথে একাত্মতা ঘোষণা করে বক্তব্য দেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে সিয়াম আহমেদ।
মানববন্ধনে বক্তারা বলেন, পেশাগত দায়িত্ব পালনকালে সাংবাদিক হত্যা, নির্যাতন, মিথ্যা মামলায় হয়রানির সুষ্ঠু তদন্ত ও বিচার না হওয়ায় একের পর এক হত্যাকাণ্ড, মিথ্যা মামলায় হয়রানি, হামলা, নির্যাতনের ঘটনা ঘটে যাচ্ছে। তাই নিজেদের (সাংবাদিকদের) অস্তিত্ব রক্ষায় বিভাজন ভুলে গিয়ে ঐক্যবদ্ধ হওয়ার বিকল্প নেই।
অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, দৈনিক বাংলা প্রতিনিধি গোলাম রাব্বী প্লাবন, নতুন কুমিল্লার প্রকাশক মমিনুর রহমান বুলবুল, মানব জমিন প্রতিনিধি মো. রাসেল আহমেদ, আমার শহর প্রতিনিধি আব্দুল আলীম, খবরপত্র প্রতিনিধি মো. ওমর ফারুক সরকার, কুমিল্লার আলো সাব-এডিটর মো. মামুনুর রশিদ, নাগরিক ভাবনা পত্রিকার সিনিয়র ষ্টাফ রিপোর্টার এমজেএ মামুন, চ্যানেল এস টিভি প্রতিনিধি আরিফুল ইসলাম, এশিয়ান টিভি প্রতিনিধি নেছার উদ্দিন, বাংলাদেশ প্রতিদিনের মালদ্বীপ প্রতিনিধি মো. আল আমিন, বাংলার আলোড়নের প্রতিনিধি এমএ হালিম, গণতদন্ত প্রতিনিধি তোফায়েল আহমেদ, বাংলার দূত প্রতিনিধি মোহাম্মদ উল্লাহ ভুঁইয়া, ডেইলি প্রজেক্ট টাইম প্রতিনিধি শাহ আল আমিন আমানত, দৈনিক বর্তমান কথার পারভেজ আলম, বাংলা ৫২ নিউজের কবির হোসেন, মো. জুয়েল উদ্দিন প্রমুখ।