সাক্কু কোটিপতি নগদ টাকা নেই রিফাতের গাড়ি নেই কায়সারসহ ৩জনের

আমোদ প্রতিবেদক।।

কুমিল্লা সিটি করপোরেশন নির্বাচনে মেয়র পদে ছয়জন নির্বাচন করছেন।
তাদের মধ্যে সাবেক মেয়র বিএনপি নেতা মনিরুল হক সাক্কু তার হলফনামায় উল্লেখ
করেছেন তার নগদ টাকা রয়েছে কোটি টাকার বেশি। আওয়ামী লীগ মনোনীত
প্রার্থী আরফানুল হক রিফাতের কোন নগদ টাকা নেই। স্বেচ্ছাসেবক দল নেতা
নিজাম উদ্দিন কায়সারসহ
৩জন প্রার্থীর গাড়ি নেই।
হলফনামায় সাক্কু উল্লেখ করেন, তার শিক্ষাগত যোগ্যতা এসএসসি। নিজের ও স্ত্রীর
মোট দুইটি গাড়ি রয়েছে। তার পেশা ঠিকাদারী। তবে মেয়র থাকাকালীন সময়ে
তিনি ঠিকাদরী কাজ করেননি বলে উল্লেখ করেন। নগদ টাকা আছে এক কোটি ৩৭
লাখ ৫৯হাজার ৮৯২টাকা। ব্যাংকে আছে দুই লক্ষ ৯৪হাজার টাকা। স্বর্ণ আছে
নিজের ১০ তোলা, স্ত্রীর ১০ তোলা। দুদক ও আয়কর বিভাগের দুই মামলা বিচারাধীন
রয়েছে।
রিফাত উল্লেখ করেন, তার শিক্ষাগত যোগ্যতা বিএ। নিজের দুইটি গাড়ি রয়েছে।
পেশা ঠিকাদারী। নগদ টাকা নেই। ব্যাংকে আছে ৬১ লক্ষ ২হাজার ৪৯৫ টাকা।
পোস্টাল সেভিংসে আছে ৭৮লাখ ৬৭হাজার ৪৫৪ টাকা। স্বর্ণ নিজের ২০ভরি, স্ত্রীর
রয়েছে ৩০ভরি। কোন মামলা চলমান নেই।
আওয়ামী লীগ বিদ্রোহী প্রার্থী মাসুদ পারভেজ খান ইমরান উল্লেখ করেন, তার
শিক্ষাগত যোগ্যতা বিএসএস। নিজের ও স্ত্রীর মোট দুইটি গাড়ি রয়েছে। তার
পেশা ঠিকাদারী। নগদ টাকা আছে ২লক্ষ ৪২হাজার ৭৪২টাকা। ব্যাংকে আছে তিন
লক্ষ ১৭হাজার ২৮৮ টাকা। স্বর্ণ নিজের ২৫ তোলা, স্ত্রীর রয়েছে ৫০ তোলা। তার নামে
ফৌজদারী দুইটি মামলা বিচারাধীন।
কায়সার উল্লেখ করেন, তার শিক্ষাগত যোগ্যতা বিকম। তার গাড়ি নেই। পেশা
ব্যবসা। নগদ টাকা আছে ৩৮ লাখ ৭২হাজার ৯৩৫টাকা। ব্যাংকে আছে তিন লক্ষ
২হাজার ৪৯৭ টাকা। স্বর্ণ নিজের ২০ তোলা, স্ত্রীর আছে ২০ভরি। তার আটটি
মামলা বিচারাধীন রয়েছে।
স্বতন্ত্র প্রার্থী কামরুল আহসান বাবুল উল্লেখ করেন,তার শিক্ষাগত যোগ্যতা
এইচএসসি। তার গাড়ি নেই। পেশা ব্যবসা। নগদ টাকা আছে ৩লক্ষ ২০হাজার।
পাশে লেখা ব্যবসার পুঁজি। ব্যাংকে আছে ৫হাজার টাকা। স্বর্ণ বিয়ের উপহার
৩০ভরি। তার দুইটি মামলা বিচারাধীন।

ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী রাশেদুল ইসলাম উল্লেখ করেন, তার শিক্ষাগত
যোগ্যতা কামিল। যা এমএ সমমান। তার গাড়ি নেই। তিনি পেশায় কলেজ শিক্ষক।
নগদ টাকা আছে ৫০হাজার। ব্যাংকে আছে দুই লক্ষ ৪২৮ টাকা। স্ত্রীর স্বর্ণ আছে
২ভরি। তার নামে কোন মামলা নেই।
উল্লেখ্য-২৬মে কুমিল্লা সিটি করপোরেশন নির্বাচনের মনোনয়নপত্র প্রত্যাহার।
২৭ মে প্রতীক বরাদ্দ। ১৫জুন নির্বাচন অনুষ্ঠিত হবে।