সিজিএস এর উদ্যোগে গাছ ও সবজি বীজ বিনামূল্যে বিতরণ

 

আমোদ প্রতিনিধি।।

করোনামুক্ত পরিবেশ ও সবুজ নগরী গড়ার লক্ষ্যে মাস্ক, ৫০প্রজাতির গাছ ও সবজির বীজ বিনামূল্যে বিতরণ করা হয়। শুক্রবার কুমিল্লা গার্ডেনার্স সোসাইটির (সিজিএস) উদ্যোগে এই আয়োজন করা হয়। এই বিষয়ে সবুজ শেয়ারিং ইভেন্ট ও কোভিড-১৯ বিষয়ক সচেতনতা র‌্যালি নগরীর রানীর কুটির সামনে অনুষ্ঠিত হয়। এসময় ৫০ প্রজাতির ৯০০গাছ ও কাটিং, ১৫০ প্যাকেট শাকসবজির বীজ ও মাস্ক বিতরণ করা হয়।

এতে গার্ডেনার্স সোসাইটির প্রতিষ্ঠাতা ডা. আবু নাইম, সদস্য আশরাফ রউফ, ত্রিণা চৌধুরী, লেফটেন্যান্ট কর্নেল মঞ্জুর এলাহী, আশাদুল মামুনসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

প্রসঙ্গত:২০১৬ সালের ২৭ আগস্ট কুমিল্লায় প্রথম ছাদকৃষি, বাগান, পরিবেশ সংরক্ষণ বিষয়ক অনলাইন ভিত্তিক স্বেচ্ছাসেবী এই সংগঠনটি যাত্রা করে। বর্তমানে এর সদস্য সংখ্যা ১৮হাজারের বেশি। কুমিল্লায় সবুজ বিপ্লবে গার্ডেনার্স সোসাইটির কর্মকান্ড সবার নজর কেড়েছে।