কুমিল্লায় নতুন স্তর থকে জাতীয় গ্রিডে গ্যাস সরবরাহ শুরু

 

আমোদ প্রতিনিধি:
কুমিল্লার মুরাদনগরে শ্রীকাইল-২ গ্যাসক্ষেত্রের চার নম্বর কূপের নতুন স্তর থেকে জাতীয় গ্রিডে ২০ মিলিয়ন ঘনফুট গ্যাস সরবরাহ আনুষ্ঠানিক ভাবে উদ্বোধন করা হয়েছে। শনিবার জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের সিনিয়র সচিব মোঃ আনিছুর রহমান এর উদ্বোধন করেন।

এই গ্যাস ক্ষেত্র থেকে আগে যেখানে প্রতিদিন গড়ে পাঁচ থেকে ছয় মিলিয়ন ঘনফুট গ্যাস সরবরাহ করা যেতো। নতুন এই কূপটি আবিস্কারের কারণে এখান থেকে প্রতিদিন গড়ে ২২ থেকে ২৬ মিলিয়ন ঘনফুট গ্যাস উত্তোলন করে জাতীয় গ্রিডে সরবরাহ করা সম্ভব বলে জানিয়েছেন সিনিয়র সচিব মোঃ আনিছুনার রহমান।

উদ্বোধনের সময় বিশেষ অতিথি ছিলেন পেট্রোবাংলার চেয়ারম্যান এবিএম আবদুল ফাত্তাহ, জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের অতিরিক্ত সচিব গুলনার নাজমুন নাহার।

বাপেক্সের ব্যবস্থানা পরিচালক মোহাম্মদ আলীর সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে মুরাদনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা অভিষেক দাসসহ পেট্রোবাংলা ও বাপেক্সের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

এর আগে ৫৫ দিন ধরে বাপেক্স পরীক্ষা চালিয়ে গত ২০ নভেম্বর সন্ধ্যায় নতুন গ্যাস স্তরে ৩০-৪০ হাজার বিলিয়ন ঘনফুট গ্যাস মজুদ নিশ্চিত করে ।