সুবিল যুব সমাজ দারিদ্র্য সংস্থার উপহারে হাসি ফুটলো কামালের পরিবারে

রিপোর্টার

নির্মাণ কাজ করতে গিয়ে পড়ে মেরুদণ্ড ভেঙে যায় কামালের৷ পরিবারের একমাত্র অর্থের যোগানদাতা কামালের হুইল চেয়ারের চলাচল করেন। আয়ের পথ বন্ধ হয়ে যাওয়া কামাল ও তার পরিবারের দিন কাঁটতো দুর্বিষহ। সেই অসহায় কামালের পাশে দাঁড়িয়েছে সুবিল যুব সমাজ দারিদ্র্য বিমোচন সংস্থার সদস্যরা। অর্ধ লক্ষাধিক টাকার বিনিময়ে কেনা একটি গাভী উপহার দেওয়া হয় কামালের পরিবারকে। শুক্রবার বিকেলে দেবিদ্বারের সুবিল নোয়াপাড়ায় গাভীটি কামালের হাতে তুলে দেন সংগঠনের সদস্য ও গণ্যমান্য ব্যক্তিবর্গ। গাভী উপহার পেয়ে সংগঠনের সভাপতি মোঃ মুনাফ তালুকদার, সহ-সভাপতি মোঃ আব্দুল কুদ্দুস, সাধারণ সম্পাদক মোঃমামুন, সাংগঠনিক সম্পাদক মাহাবুব আলম বাদশা, ক্যাশিয়ার মোঃমনিরুল ইসলাম, সমাজ উন্নয়নমূলক সম্পাদক বাবুল মিয়া, প্রচার সম্পাদক মোহাম্মদ আনোয়ার, ক্রিয়া সম্পাদক মোঃ ময়নাল হোসেন, দপ্তর সম্পাদক মোঃ জামাল বেপারীসহ
সংগঠনের সবার প্রতি কৃতজ্ঞতা জানান অসহায় কামাল। এসময় উপস্থিত ছিলেন সংগঠনের সহ-সভাপতি আব্দুল কুদ্দুছ, মুগসাইর এগার গ্রাম উচ্চ বিদ্যালয়ের শিক্ষক আবদুল লতিফ, ৭নং ওয়ার্ড মেম্বার আবু হানিফ, নোয়াপাড়া জামে মসজিদের ইমাম মাওলানা আবুল বাশার, বাশারিয়া দরবার শরীফ জামে মসজিদের ইমাম মাওলানা মোফাজ্জল হোসেন, হাজী শহীদুল ইসলাম (সরু মিয়া), মো. আলী আক্কাস, মো আমির হোসেন, মো মোসলেম, আবদুল ওদুদ, এমজেএ মামুন, মো সোহেল প্রমুখ।

মুগসাইর এগার গ্রাম উচ্চ বিদ্যালয়ের শিক্ষক আবদুল লতিফ বলেন, ‘উদ্যোগটি নিঃসন্দেহে প্রশংসনীয়। এর মাধ্যমে একটি পরিবারে স্বচ্ছলতা ফিরে আসবে৷ আমরা প্রত্যাশা করি এমন মানবিক উদ্যোগ চলমান থাকবে’।

প্রসঙ্গত, নানা মানবিক কাজ করে দেবিদ্বারে আলোচনা সুবিল যুব সমাজ দারিদ্র্য বিমোচন সংস্থা। করোনাকালীন সময়ে একাধিকবার অনুদান, অসুস্থ মানুষের চিকিৎসায় সহায়তা, অসহায় মানুষের আর্থিক সহায়তাসহ, ঈদ ও উৎসব গুলোতে উপহার সামগ্রী বিতরণ করে সংগঠনটি।

এসময় প্রবাসী ও গ্রামবাসীর মঙ্গল কামনায় দোয়া পরিচালনা করা হয়।