‘সুষ্ঠু পরিকল্পনা ও সমন্বয়হীনতা উচ্চ শিক্ষায় বড় বাধা’
অফিস রিপোর্টার
সুষ্ঠু পরিকল্পনা ও সমন্বয়হীনতার কারণে বাংলাদেশে উচ্চ শিক্ষা বাধাগ্রস্ত হচ্ছে। একই ক্ষেত্রে নানামুখী চাপের কারণে বিশ্ববিদ্যালয়গুলো এগুতে পারছে না। এজন্য শিক্ষাক্ষেত্রে স্বতন্ত্র পরিবেশ দরকার বলে মনে করছেন শিক্ষকেরা। গত শুক্রবার কুমিল্লা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির উদ্যােগে আয়োজিত ‘ বাংলাদেশে উচ্চশিক্ষা : প্রত্যাশা ও অর্জন ‘ শীর্ষক এক সম্মেলনে বক্তারা এমন তাগিদ ও সংকটের কথা বলেন।
কক্সবাজারের ইনানী এলাকার একটি হোটেলে ওই সম্মেলন হয়।
শিক্ষক সমিতির সভাপতি দুলাল চন্দ্র নন্দীর সভাপতিত্বে ওই সভা হয়। এতে প্রধান আলোচক ছিলেন কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের সহ উপাচার্য অধ্যাপক মোহাম্মদ হুমায়ুন কবীর। বিশেষ অতিথির বক্তব্য দেন বিজ্ঞান অনুষদের ডিন খলিফা মোহাম্মদ হেলাল, কলা অনুষদের ডিন মোহাম্মদ গোলাম মাওলা, সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন এ এন এম রবিউল আউয়াল চৌধুরী, আইন অনুষদের ডিন মো. শামীমুল ইসলাম। আরও বক্তব্য দেন ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাসুরেন্স সেলের ( আইকিউএসি) পরিচালক রশিদুল ইসলাম শেখ, বিশ্ববিদ্যালয়ের ছাত্রকল্যাণ উপদেষ্টা মো হাবিবুর রহমান। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক মো. মোকাদ্দেস – উল ইসলাম।
কলা অনুষদের ডিন মোহাম্মদ গোলাম মাওলা বলেন, উচ্চ শিক্ষাক্ষেত্রে এখনও আমরা স্বতন্ত্র পরিবেশ তৈরি করতে পারিনি। এটা সব বিশ্ববিদ্যালয়ে কম বেশি আছে। কুমিল্লা বিশ্ববিদ্যালয়েও আছে।
সহ উপাচার্য মোহাম্মদ হুমায়ুন কবীর বলেন, ভারতীয় উপমহাদেশে শিক্ষাবিস্তারে শিক্ষকদের ভূমিকা বেশি। শিক্ষকদের গবেষণা বাড়াতে হবে। সুন্দর পরিকল্পনা ও সমন্বয় করে ভবিষ্যতের চ্যালেঞ্জ নিয়ে কাজ করতে হবে। বিশ্বায়ন, তথ্য প্রযুক্তি, যুগের চাহিদার সঙ্গে তাল মিলিয়ে জ্ঞানচর্চা বাড়াতে হবে।
সম্মেলনে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদের ডিনেরা তাঁদের আগামী এক বছরের পরিকল্পনার কথা উল্লেখ করেন।
শিক্ষক সমিতির সভাপতি দুলাল চন্দ্র নন্দী বলেন, পাবলিক বিশ্ববিদ্যালয়ের মধ্যে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের অবস্থান ২৩ তম। ভাল করতে হলে গবেষণা বাড়াতে হবে। মানসম্মত শিক্ষক নিয়োগ দিতে হবে। সব বিভাগের সঙ্গে সমন্বয় থাকতে হবে। বরাদ্দ বাড়াতে হবে।
তিনি বলেন, কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে র শিক্ষকেরা নিজেদের অর্থায়নে এই সম্মেলন করেন।