সূচনার সাথে আওয়ামী লীগ- কায়সারের সাথে বিএনপির নেতাকর্মীরা

অফিস রিপোর্টারঃ
নির্দলীয় কুমিল্লা সিটি করপোরেশন (কুসিক) নির্বাচনে মাঠে নেমে পড়েছেন আওয়াম লীগ ও বিএনপি নেতারা। চারজন প্রার্থীর সাথে দুই দলের নেতাকর্মীরা বিভক্ত হয়ে মাঠে নেমেছেন। তাদের মধ্যে সদর আসনের এমপি আ ক ম বাহাউদ্দিন বাহারের মেয়ে কুমিল্লা মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক তাহসিন বাহার সূচনার পক্ষে মহানগর আওয়ামী লীগের অধিকাংশ নেতাকর্মীকে মাঠে দেখা গেছে। এদিকে কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির আহবায়ক আমিন-উর রশিদ ইয়াছিনের নিকট আত্মীয় মহানগর স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি নিজাম উদ্দিন কায়সারের পক্ষে দেখা গেছে বিএনপির অধিকাংশ নেতাকর্মীকে। অপরদিকে সাবেক মেয়র মনিরুল হক সাক্কুর পক্ষে মাঠে কাজ করছেন বিএনপির সাবেক কিছু নেতাকর্মী। এছাড়া মহানগর আওয়ামী লীগের উপদেষ্টা নূর-উর-রহমান মাহমুদ তানিমের পক্ষে মাঠে কাজ করছেন মহানগর আওয়ামী লীগের কিছু নেতাকর্মী।
প্রচারণার দ্বিতীয় দিনেও মাঠ চষে বেড়িয়েছেন কুসিক উপ-নির্বাচনের মেয়র প্রার্থীরা। শনিবার সকাল থেকেই ভোটারদের দ্বারে দ্বারে যান প্রার্থীরা। বিকেলে বিভিন্ন জায়গায় উঠান বৈঠক করেন তারা।
সদর আসনের এমপি আ ক ম বাহাউদ্দিন বাহারের মেয়ে কুমিল্লা মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক তাহসিন বাহার সূচনা বাস প্রতীকে নির্বাচন করছেন। তিনি নগরীর ১ ও ৪নং ওয়ার্ডে গণসংযোগ করেন।
এসময় সূচনা বলেন, আমার বাবাকে আপনার বারবার মূল্যায়ন করেছেন। চাচা আরফানুল হক রিফাতকেও আপনারা বিজয়ী করেছিলেন। এবার আমাকেও আপনাদের সেবা করার সুযোগ করে দেবেন।
ঘোড়া প্রতীকে নির্বাচন করছেন মহানগর স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি নিজাম উদ্দিন কায়সার। তিনি নগরীর বাদুরতলা, কান্দিরপাড়, মনোহরপুর, রাজগঞ্জ, চকবাজার ও পদুয়ার বাজার বিশ্বরোড এলাকায় গণসংযোগ করেন।
কায়সার বলেন, কুমিল্লার মানুষ আজ জিম্মি। এবারের নির্বাচন কুমিল্লার মানুষকে জিম্মি দশা থেকে মুক্তির নির্বাচন। তাই দলমত নির্বিশেষে মানুষ মাঠে নেমে পড়েছে। এর আগের নির্বাচনে অনেকে গোপনে সমর্থন দিয়েছেন। কিন্তু এবার প্রকাশ্যে আমার পক্ষে কাজ করছেন।


নগরীর রাজগঞ্জ, চকবাজার, কান্দিরপাড়ের খন্দকার হক ম্যানশন ও সাত্তার খান কমপ্লেক্সে গণসংযোগ করেন সাবেক মেয়র মনিরুল হক সাক্কু। তিনি এবার টেবিল ঘড়ি প্রতীকে নির্বাচন করছেন। গণসংযোগ চলাকালে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে সাক্কু বলেন,গত নির্বাচনে আমাকে হারানো হয়েছিল। একটি সাত বছরের শিশুও এ কথা বলে দিতে পারবে। গতবার যে ফল দিতে আধাঘণ্টা লাগার কথা, সেখানে আড়াই ঘণ্টা সময় লাগিয়েছেন রিটার্নিং কর্মকর্তা। এবার আমরা তার পুনরাবৃত্তি চাই না।
প্রচারণার দ্বিতীয় দিন নগরীর ১৬, ১৭ ও ২৪নং ওয়ার্ডে গণসংযোগ করেছেন মহানগর আওয়ামী লীগের উপদেষ্টা নূর-উর-রহমান মাহমুদ তানিম। তিনি হাতি প্রতীকে নির্বাচন করছেন।


তানিম বলেন, কুমিল্লার মানুষ গত ৪০ বছর ধরে আমাকে চেনে। এবার সঠিক মূল্যায়নের সুযোগ এসেছে। নগরীকে বদলে দিতে সঠিক ব্যক্তিকে খুঁজে নেবে কুমিল্লার মানুষ।
উল্লেখ্য-২০২২ সালের কুসিকের তৃতীয় নির্বাচনে মেয়র নির্বাচিত হন নৌকা প্রতীকের আরফানুল হক রিফাত। ২০২৩ সালের ১৩ ডিসেম্বর চিকিৎসাধীন অবস্থায় মারা যান রিফাত। মোট ১০৫টি ভোটকেন্দ্রের ৬৪০টি কক্ষে ভোট নেওয়া হবে। নির্বাচন ৯ মার্চ ইভিএমে অনুষ্ঠিত হবে। এবার ২ লক্ষ ৪২ হাজার ৪৫৮ জন ভোটার রয়েছে।