সৌহার্দ্য সৃষ্টির মত চার জেলার তিন দলের নেতৃবৃন্দের

আমোদ প্রতিনিধি।।
নিজেদের মধ্যে সৌহার্দ্য সৃষ্টির মত দিয়েছেন কুমিল¬া, চাদঁপুর, ব্রাহ্মণবাড়িয়া ও নোয়াখালী জেলার আওয়ামী লীগ, বিএনপি ও জাতীয় পার্টির নেতৃবৃন্দ। ডেমোক্রেসি ইন্টারন্যাশনাল, কুমিল¬া অঞ্চলে পলিটিক্স ম্যাটার্স ওয়েবসাইটের উদ্বোধনী অনুষ্ঠানে তারা এই মত দেন। বুধবার কুমিল¬া নগরীর একটি রেস্টুরেন্টে এই ওয়েবসাইটের উদ্বোধন করেন ডেমোক্রেসি ইন্টারন্যাশনালের চিফ অব পার্টি ডানা এল ওল্ডস। অনুষ্ঠানে শতাধিক রাজনৈতিক নেতৃবৃন্দসহ সুধীজনরা উপস্থিত ছিলেন।
বক্তব্য রাখেন মাল্টিপার্টি অ্যাডভোকেসি ফোরাম কুমিল্লার সভাপতি বদরুল হুদা জেনু, বিএনপির কুমিল্লা বিভাগীয় সাংগাঠনিক সম্পাদক মোস্তাক মিয়া, দক্ষিণ জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক সাজ্জাদ হোসেন, চাদঁপুর জেলা বিএনপির যুগ্ম-আহ্বায়ক মনির চৌধুরী, চাঁদপুর জেলা আওয়ামী লীগের প্রকাশনা সম্পাদক আবু নাসের বাচ্চু পাটোয়ারী, ব্রাহ্মণবাড়িয়া জেলা আ’লীগের যুগ্ম সম্পাদক গোলাম মহিউদ্দিন খোকন, ব্রাহ্মণবাড়িয়া জেলা মহিলা লীগের সভাপতি অ্যাডভোকেট তাসলিমা নিশাত,কুমিল্লা উত্তর জেলা মহিলা লীগের সভাপতি অ্যাডভোকেট শিরিন সুলতানা, কুমিল্লা দক্ষিণ জেলা মহিলা লীগের সাধারণ সম্পাদক কোহিনুর বেগম, সহ-সভাপতি রাশেদা আখতার, চাদঁপুরের মহিলা দলের সভানেত্রী মনিরা চৌধুরী, কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির যুগ্ম আহবায়ক সারোয়ার জাহান দোলন, কুমিল্ল¬া মহানগর জাতীয় পার্টির নেতা কাজী নাজমুল, আবু কাউছার খান প্রমুখ। আরো বক্তব্য রাখেন ডেমোক্রেসি ইন্টারন্যাশনালের সিনিয়র রিজিওনাল ম্যানেজার আবুল বাসার, এসিস্ট্যান্ট প্রোগ্রাম অফিসার মাসুদুর রহমান প্রমুখ। সঞ্চালনা করেন সাইফ বাবু ও ফারজানা নিশাত।
ডেমোক্রেসি ইন্টারন্যাশনাল সূত্রে জানা যায়, এই ওয়েবসাইটের মূল লক্ষ্য হল- প্রশিক্ষণ কার্যক্রমকে স্থায়ীত্বশীল করার মাধ্যমে রাজনৈতিক কর্মীদের প্রশিক্ষণ প্রদানের মাধ্যমে দক্ষ করে গড়ে তোলা। দলের তৃণমূল পর্যায় পর্যন্ত প্রশিক্ষণ কার্যক্রমকে ছড়িয়ে দেয়া। যাতে করে দলের মধ্যে ব্যাপক সংখ্যক প্রশিক্ষিত কর্মী তৈরি হতে পারে। দলের মধ্যে অভ্যন্তরীণ গণতন্ত্রকে শক্তিশালী করা।