স্বামী-স্ত্রী পরিচয়ে বাড়ি ভাড়া নিতে এসে ৮ ভরি স্বর্ণালঙ্কার নিয়ে উধাও
কুমিল্লা নগরীর পুরাতন চৌধুরীপাড়ার ঘটনা
প্রতিনিধি।
কুমিল্লা নগরীর পুরাতন চৌধুরীপাড়া এলাকায় বাড়ি ভাড়া নিতে এসে গৃহবধূকে অচেতন করে ৮ ভরি স্বর্ণালঙ্কার নিয়ে উধাও হয়ে গেছে প্রতারক চক্র। এনিয়ে ভুক্তভোগী নাসির উদ্দিন আহমেদ কোতয়ালী থানায় একটি লিখিত অভিযোগ করেন। ২৭ নভেম্বর শুক্রবার দুপুরে এই ঘটনা ঘটে।
লিখিত অভিযোগে নাসির উদ্দিন জানান, শুক্রবার দুপুরে তিনি জুম্মার নামাজের জন্য মসজিদে যান। এ সময় এক নারী ও একজন পুরুষ স্বামী স্ত্রী পরিচয়ে বাসা বাড়া নিতে আসেন। এ সময় বাসা ভাড়া নিতে আসা নারী রুম দেখবেন বলে বাড়ির ভেতরে প্রবেশ করেন। তার স্ত্রী রুম দেখাতে গেলে বাসা ভাড়া নিতে আসা প্রতারক নারী কৌশলে তার স্ত্রীকে অচেতন করে ঘরে থাকা ৮ ভরি স্বর্ণালঙ্কার নিয়ে যায়। এ সময় প্রতিবেশীদের মাধ্যমে খবর পেয়ে নাসির মসজিদ থেকে দেখেন তার স্ত্রী অচেতন হয়ে পড়ে আছেন। ঘরে থাকা স্বর্ণালঙ্কার নেই।
এ ঘটনায় দুপুরেই কোতয়ালী মডেল থানায় লিখিত অভিযোগ করেন ভুক্তভোগী পরিবার।
বিষয়টি নিয়ে কোতয়ালী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মইনুল ইসলাম বলেন, পুলিশ বিষয়টি তদন্ত করছে। পরে বিস্তারিত বলা যাবে।