স্বেচ্ছাসেবক দল নেতা হত্যা মামলায় যুবদল নেতা গ্রেফতার

প্রতিনিধি ।।
কুমিল্লার নাঙ্গলকোটে স্বেচ্ছাসেবক দলের সভাপতি সেলিম ভূঁইয়া হত্যা মামলার এজহারভুক্ত আসামি যুবদল নেতা আহছানউল্লাকে গ্রেফতার করেছে পুলিশ। তিনি কুমিল্লা দক্ষিণ জেলা যুবদলের যুগ্ম আহবায়ক ও নাঙ্গলকোটের পেরিয়া ইউনিয়নের মাধবপুর গ্রামের দেলোয়ার হোসেনের ছেলে।

inside post
এসপি অফিসে সেলফি

শনিবার আহছানউল্লাকে কুমিল্লা আদালতে প্রেরণ করা হয়। বিষয়টি নিশ্চিত করেন, নাঙ্গলকোট থানার উপ-পুলিশ পরিদর্শক ও মামলার তদন্ত কর্মকর্তা সমর বড়ুয়া।
উল্লেখ্য- পহেলা ফেব্রুয়ারি নাঙ্গলকোট উপজেলার বাঙ্গড্ডা পশ্চিম বাজার এলাকায় বিএনপির দুই গ্রুপের মধ্যে সংঘর্ষে হেসাখাল ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সভাপতি সেলিম ভূঁইয়া নিহত হন। ২ ফেব্রুয়ারি দুপুরে সেলিম ভূঁইয়ার বড় ভাই আবদুর রহিম ৩৯ জনের নাম উল্লেখ ও অজ্ঞাত ৪০ জনের বিরুদ্ধে থানায় মামলা দায়ের করেন। পুলিশ ওই মামলার ৪ আসামিকে গ্রেফতার করেছে।
এদিকে যুবদল নেতা আহছানউল্লা হত্যা মামলার পর পুলিশ সুপারের কক্ষে গিয়ে সেলফি তুলে ভাইরাল হয়েছেন।

আরো পড়ুন