স্বেচ্ছাসেবক লীগ নেতার ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন
উপজেলা রিপোর্টার.চান্দিনা।
কুমিল্লার চান্দিনায় স্বেচ্ছাসেবক লীগ নেতা লিটন সরকারের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে নেতাকর্মীরা।
কুমিল্লা উত্তর জেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের উদ্যোগে বৃহস্পতিবার (২০ জুন) দুপুরে চান্দিনা-বাগুর বাসস্ট্যান্ডে ওই মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করে তারা।
এসময় বক্তারা বলেন, হত্যার উদ্দেশ্যে পরিকল্পিতভাবে কুমিল্লা উত্তর জেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক লিটন সরকারের ওপর হামলা করা হয়েছে। নির্মম, নৃশংসভাবে তাঁর বাম হাতের আঙুল কাটা হয়েছে। এসময় দ্রুত বিচার আইনে এর বিচার দাবি করেন।
তারা বলেন, কাউছার হামলা চালিয়ে স্বেচ্ছাসেবক লীগ নেতা লিটনের বাম হাতের আঙুল কুপিয়ে বিচ্ছিন্ন করেছে। এলাকার যত অপরাধ, অপকর্ম কাউছার দ্বারাই সংগঠিত হয়। তাকে আইনের আওতায় এনে এলাকায় শান্তি-শৃঙ্খলা ফিরিয়ে আনার দাবি জানান বক্তারা।
মানববন্ধনে চান্দিনা উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক আমির হোসেন আমুর সঞ্চালনায় বক্তব্য রাখেন- কুমিল্লা উত্তর জেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ সভাপতি জিএস সুমন, সহ-সভাপতি ফয়সাল বারী মুকুল,সহ-সভাপতি মনির সিকদার,দপ্তর সম্পাদক দারুস সালাম শুভ, উপ আইন বিষয়ক সম্পাদক আল-আমিন, চান্দিনা উপজেলা আওয়ামী সেচ্ছাসেবক লীগ সভাপতি আখলাকুর রহমান জুয়েল, তিতাস উপজেলা আওয়ামী সেচ্ছাসেবক লীগ সভাপতি ডা. সাত্তার, সাধারণ সম্পাদক সবুজ সরকার,মেঘনা উপজেলা স্বেচ্ছাসেবক লীগ সাধারণ সম্পাদক আলী হোসেন,দাউদকান্দি উপজেলা স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম আহ্বায়ক মানিক সরকার।
এসময় উপস্থিত ছিলেন – কুমিল্লা উত্তর জেলা আওয়ামী সেচ্ছাসেবক লীগ সদস্য মো. শামীম,টিটু,মোস্তফা কামাল মামুন,দেবিদ্বার উপজেলা স্বেচ্ছাসেবক লীগ সাধারণ সম্পাদক সাদ্দাম হোসেন, চান্দিনা উপজেলা স্বেচ্ছাসেবক সহ-সভাপতি শাহাদাত হোসেন, আবু সুফিয়ান,চান্দিনা পৌর স্বেচ্ছাসেবক লীগ সভাপতি হাবিবুর রহমান জনি, সাধারণ সম্পাদক আবু মুছা জনিসহ জেলা ও বিভিন্ন উপজেলার নেতৃবৃন্দ।
প্রসঙ্গত, ঈদের আগের দিন ১৬ জুন দুপুরে দেবিদ্বার উপজেলার বরকামতা ইউনিয়নের বাগুর বাজারে সবজি কেনার সময় হত্যার উদ্দেশ্যে পিছন থেকে চাপাতি দিয়ে আঘাত করে কাউসার নামের একজন । এসময় সবজি বিক্রেতার চিৎকারে পিছন ফিরে চাপাতি ধরতে গিয়ে বাম হাতের আঙ্গুল হারান কুমিল্লা উত্তর জেলা স্বেচ্ছাসেবক লীগ সাধারণ সম্পাদক মো. লিটন সরকার।